গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছিলেন ইয়েমেনের নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন তিনি। হলি সিতে ইসরায়েলি দূতাবাস কারমানের এই অভিযোগের বিরুদ্ধে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি দূতাবাস বলেছে যে, পোপ ফ্রান্সিসের তৈরি করা ফ্রেটেলি তুত্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে গত শনিবার সন্ধ্যায় মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমানের করা মন্তব্য তাদের কাছে ধাক্কা হিসেবে এসেছে। এই মন্তব্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
আরব বসন্তে ভূমিকার জন্য ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাওয়াক্কুল কারমান। গত শনিবার পোপ ফ্রান্সিস আয়োজিত এক অনুষ্ঠানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা এবং জাতিগত নির্মূলের সামনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব।’
গাজার কথা উল্লেখ করার পর কারমানের বক্তব্যকে করতালি দিয়ে অভিবাদন জানান শ্রোতারা। আর সেখানে শ্রোতাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ এবং গির্জার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পোপ নিজে উপস্থিত ছিলেন না।
কারমানের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি দূতাবাস কারমানের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
পোস্টে ইসরায়েলি দূতাবাস আরও বলেছে, ‘সাইটটি স্পষ্টভাবেই ইহুদি বিরোধী বক্তব্য দিয়ে দূষিত। আমরা খেদ প্রকাশ করছি এই জন্য যে, এ রকম একটি বক্তব্য উচ্চারিত হলেও তা বন্ধ করার নৈতিক দায়িত্ব কেউ অনুভব করেনি।’
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভ্যাটিকান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীগুলোর অভিযোগ হচ্ছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে পোপ ইসরায়েলের আত্মরক্ষামূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন।
গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়েছিলেন ইয়েমেনের নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী তাওয়াক্কুল কারমান। ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের আয়োজিত এক অনুষ্ঠানে ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেন তিনি। হলি সিতে ইসরায়েলি দূতাবাস কারমানের এই অভিযোগের বিরুদ্ধে আজ সোমবার ক্ষোভ প্রকাশ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ইসরায়েলি দূতাবাস বলেছে যে, পোপ ফ্রান্সিসের তৈরি করা ফ্রেটেলি তুত্তি ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে গত শনিবার সন্ধ্যায় মানবাধিকার কর্মী ও নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমানের করা মন্তব্য তাদের কাছে ধাক্কা হিসেবে এসেছে। এই মন্তব্য তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।
আরব বসন্তে ভূমিকার জন্য ২০১১ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তাওয়াক্কুল কারমান। গত শনিবার পোপ ফ্রান্সিস আয়োজিত এক অনুষ্ঠানে সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দাঁড়িয়ে উপস্থিত শ্রোতাদের উদ্দেশে তিনি বলেন, ‘গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যা এবং জাতিগত নির্মূলের সামনে নীরব হয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব।’
গাজার কথা উল্লেখ করার পর কারমানের বক্তব্যকে করতালি দিয়ে অভিবাদন জানান শ্রোতারা। আর সেখানে শ্রোতাদের মধ্যে নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ এবং গির্জার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে পোপ নিজে উপস্থিত ছিলেন না।
কারমানের এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার সামাজিক প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি দূতাবাস কারমানের অভিযোগকে ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।
পোস্টে ইসরায়েলি দূতাবাস আরও বলেছে, ‘সাইটটি স্পষ্টভাবেই ইহুদি বিরোধী বক্তব্য দিয়ে দূষিত। আমরা খেদ প্রকাশ করছি এই জন্য যে, এ রকম একটি বক্তব্য উচ্চারিত হলেও তা বন্ধ করার নৈতিক দায়িত্ব কেউ অনুভব করেনি।’
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভ্যাটিকান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পোপ ফ্রান্সিসের বিরুদ্ধে ইহুদি গোষ্ঠীগুলোর অভিযোগ হচ্ছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হত্যাযজ্ঞকে পোপ ইসরায়েলের আত্মরক্ষামূলক কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করতে ব্যর্থ হয়েছেন।
জাপানের বিখ্যাত রেসের ঘোড়া হারু উরারা মারা গেছে ২৯ বছর বয়সে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কোলিক রোগে আক্রান্ত হয়ে মারা যায় সে। জীবদ্দশায় একটিও দৌড়ে জয়ী না হলেও জাপানে ধৈর্য, অধ্যবসায় ও আশাবাদের প্রতীক হয়ে উঠেছিল হারু উরারা।
১৫ মিনিট আগেগাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
২ ঘণ্টা আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
৩ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
৪ ঘণ্টা আগে