আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে আটকা পড়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বহু শিক্ষার্থী। আকাশপথ বন্ধ থাকায় আপাতত তাঁদের দেশে ফেরারও উপায় নেই। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগে দিনাতিপাত করছেন অভিভাবকেরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উচ্চশিক্ষার জন্য কাশ্মীরের শিক্ষার্থীদের পছন্দের দেশগুলোর তালিকায় বহু বছর ধরেই শীর্ষস্থানে রয়েছে ইরান। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য মধ্যপ্রাচ্যের এই দেশ।
কাশ্মীরের বারামুলা জেলার বাসিন্দা খুরশিদ আহমদ রাদার সিএনএনকে জানিয়েছেন, তাঁর মেয়ে নামুদের সায়ের তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল সোমবার সকাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁরা। তিনি বলেন, ‘কোনো বাবা-মা কখনো নিজের সন্তানকে এমন অনিশ্চিত ও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে চায় না। কাল থেকে আমরা দুই চোখের পাতা এক করতে পারছি না। ইরানের সর্বশেষ খবর জানতে সারাক্ষণ টিভির সামনে বসে আছি।’
আরেক অভিভাবক, সুহেইল কাদরি—তাঁর ছেলে ও মেয়ে তেহরানে এমবিবিএস পড়ছেন। তিনি জানান, সংঘাত শুরু হওয়ার পর তাঁর সন্তানেরা রাজধানী তেহরান ছেড়ে গেছেন। গতকাল সোমবার সকালেই তাঁরা কুম শহরে পৌঁছেছেন। এটি তেহরান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কাদরি বলেন, ‘আমার সন্তানেরা ভীষণ সাহসী। তারা মানসিকভাবেও বেশ শক্তিশালী। তারা ভালো আছে বলেই জানিয়েছে। তবে সেখানে প্রচণ্ড উত্তেজনা চলছে।’ সন্তানদের সঙ্গে যোগাযোগ খুব অনিয়মিত হয়ে পড়েছে বলে উদ্বিগ্ন তিনি। বলেন, ‘মাঝেমধ্যে ফোনে কথা হচ্ছে, আবার কখনো একেবারেই যোগাযোগ পাচ্ছি না।’
ইসরায়েলের হামলার পর অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ফলে আকাশপথে দেশত্যাগ এখন অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে প্রতিবেশী ইরাক, জর্ডান ও লেবানন আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষার্থীদের ইরান থেকে বেরিয়ে আসতে হচ্ছে দীর্ঘ ও জটিল স্থলপথ ব্যবহার করে—যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।
এই প্রেক্ষাপটে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নাগরিকদের সহায়তায় কাজ শুরু করেছে বলে জানিয়েছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তায় ২৪ ঘণ্টার জন্য সচল একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য নাগরিকদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানে আটকা পড়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বহু শিক্ষার্থী। আকাশপথ বন্ধ থাকায় আপাতত তাঁদের দেশে ফেরারও উপায় নেই। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগে দিনাতিপাত করছেন অভিভাবকেরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উচ্চশিক্ষার জন্য কাশ্মীরের শিক্ষার্থীদের পছন্দের দেশগুলোর তালিকায় বহু বছর ধরেই শীর্ষস্থানে রয়েছে ইরান। বিশেষ করে চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য মধ্যপ্রাচ্যের এই দেশ।
কাশ্মীরের বারামুলা জেলার বাসিন্দা খুরশিদ আহমদ রাদার সিএনএনকে জানিয়েছেন, তাঁর মেয়ে নামুদের সায়ের তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল সোমবার সকাল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না তাঁরা। তিনি বলেন, ‘কোনো বাবা-মা কখনো নিজের সন্তানকে এমন অনিশ্চিত ও বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে চায় না। কাল থেকে আমরা দুই চোখের পাতা এক করতে পারছি না। ইরানের সর্বশেষ খবর জানতে সারাক্ষণ টিভির সামনে বসে আছি।’
আরেক অভিভাবক, সুহেইল কাদরি—তাঁর ছেলে ও মেয়ে তেহরানে এমবিবিএস পড়ছেন। তিনি জানান, সংঘাত শুরু হওয়ার পর তাঁর সন্তানেরা রাজধানী তেহরান ছেড়ে গেছেন। গতকাল সোমবার সকালেই তাঁরা কুম শহরে পৌঁছেছেন। এটি তেহরান থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কাদরি বলেন, ‘আমার সন্তানেরা ভীষণ সাহসী। তারা মানসিকভাবেও বেশ শক্তিশালী। তারা ভালো আছে বলেই জানিয়েছে। তবে সেখানে প্রচণ্ড উত্তেজনা চলছে।’ সন্তানদের সঙ্গে যোগাযোগ খুব অনিয়মিত হয়ে পড়েছে বলে উদ্বিগ্ন তিনি। বলেন, ‘মাঝেমধ্যে ফোনে কথা হচ্ছে, আবার কখনো একেবারেই যোগাযোগ পাচ্ছি না।’
ইসরায়েলের হামলার পর অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। ফলে আকাশপথে দেশত্যাগ এখন অসম্ভব হয়ে পড়েছে। অন্যদিকে প্রতিবেশী ইরাক, জর্ডান ও লেবানন আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে শিক্ষার্থীদের ইরান থেকে বেরিয়ে আসতে হচ্ছে দীর্ঘ ও জটিল স্থলপথ ব্যবহার করে—যা অত্যন্ত সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ।
এই প্রেক্ষাপটে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস নাগরিকদের সহায়তায় কাজ শুরু করেছে বলে জানিয়েছে ভারত সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সহায়তায় ২৪ ঘণ্টার জন্য সচল একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য নাগরিকদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।
নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে সহিংসতায় অন্তত ১৯ জন নিহত হওয়ার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।
৮ মিনিট আগেইসরায়েলের রাজধানী জেরুজালেমে এক ভয়াবহ বন্দুক হামলায় ছয়জন নিহত ও অন্তত আটজন আহত হয়েছেন। সোমবার সকালে (৮ সেপ্টেম্বর) শহরের উত্তর প্রান্তের রামোট জংশন এলাকায় ব্যস্ত বাসস্টপে এই ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেনেপালে জেন-জিদের বিক্ষোভে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৯ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কাঠমান্ডু, সুনসারিসহ বিভিন্ন শহরে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
৪৩ মিনিট আগেনেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে অন্তত ১৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। রাজধানী কাঠমান্ডু থেকে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
২ ঘণ্টা আগে