ঢাকা : সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামের শিয়া মতাবলম্বী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির দাম্মাম শহরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, অপ্রাপ্ত বয়সে ওই তরুণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন সৌদি আদালত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মোস্তাফা হাশেমের বিরুদ্ধে প্রতিবাদসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়। তখন তাঁর বয়স ছিল ১৭ বছরের নিচে। অপ্রাপ্ত বয়সে অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছেন সৌদি আরবের মানবাধিকারকর্মীরা। তাঁদের দাবি, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশটিতে অপ্রাপ্ত বয়সে সংঘটিত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান এখনো রয়েছে।
গত বছর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় দেবেন না দেশটির আদালতগুলো । সৌদি আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কেউ অপরাধ করলে তার বিচার হবে কিশোর আইনে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই।
শিয়া মতাবলম্বী মোস্তাফা হাশেমের চার্জশিট দেখে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো হলো সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়া, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং অন্যদের মধ্যে বিদ্রোহী মনোভাব ছড়িয়ে দেওয়া। সব অভিযোগই হলো ২০১৫ সালের, যখন তাঁর বয়স ছিল ১৭ বছর।
এ নিয়ে এক বিবৃতিতে মৃত্যুদণ্ডবিরোধী এবং মানবাধিকার সংস্থা রিপ্রাইভের পক্ষ থেকে বলা হয়, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যে সৌদি আরব বন্ধ করেনি, তা মোস্তাফা হাশেম আল-দারউইশের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আবার প্রমাণিত হলো।
এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
২০১৯ সালে সৌদি আরবে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাঁদের মধ্যে ৩৪ জনই শিয়া মতাবলম্বী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। একই অভিযোগে ২০১৬ সালে ৪৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত সৌদিতে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস।
ঢাকা : সৌদি আরবে আন্দোলন ও প্রতিবাদ করার দায়ে মোস্তাফা হাশেম আল-দারউইশ নামের শিয়া মতাবলম্বী এক তরুণের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির দাম্মাম শহরে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানায় সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে, অপ্রাপ্ত বয়সে ওই তরুণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন সৌদি আদালত।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে মোস্তাফা হাশেমের বিরুদ্ধে প্রতিবাদসংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়। তখন তাঁর বয়স ছিল ১৭ বছরের নিচে। অপ্রাপ্ত বয়সে অপরাধের জন্য মোস্তাফা হাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের সমালোচনা করেছেন সৌদি আরবের মানবাধিকারকর্মীরা। তাঁদের দাবি, এ ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে দেশটিতে অপ্রাপ্ত বয়সে সংঘটিত অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান এখনো রয়েছে।
গত বছর সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ডের রায় দেবেন না দেশটির আদালতগুলো । সৌদি আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী কেউ অপরাধ করলে তার বিচার হবে কিশোর আইনে, যেখানে মৃত্যুদণ্ডের বিধান নেই।
শিয়া মতাবলম্বী মোস্তাফা হাশেমের চার্জশিট দেখে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাঁর বিরুদ্ধে অভিযোগগুলো হলো সশস্ত্র বিদ্রোহে অংশ নেওয়া, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা এবং অন্যদের মধ্যে বিদ্রোহী মনোভাব ছড়িয়ে দেওয়া। সব অভিযোগই হলো ২০১৫ সালের, যখন তাঁর বয়স ছিল ১৭ বছর।
এ নিয়ে এক বিবৃতিতে মৃত্যুদণ্ডবিরোধী এবং মানবাধিকার সংস্থা রিপ্রাইভের পক্ষ থেকে বলা হয়, অপ্রাপ্ত বয়সে করা অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যে সৌদি আরব বন্ধ করেনি, তা মোস্তাফা হাশেম আল-দারউইশের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে আবার প্রমাণিত হলো।
এদিকে সৌদি সরকারের পক্ষ থেকে এই মৃত্যুদণ্ড নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
২০১৯ সালে সৌদি আরবে ৩৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, যাঁদের মধ্যে ৩৪ জনই শিয়া মতাবলম্বী। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছিল। একই অভিযোগে ২০১৬ সালে ৪৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া চলতি বছর এখন পর্যন্ত সৌদিতে ২৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা দ্য ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৭ ঘণ্টা আগে