সৌভাগ্য বুঝি একেই বলে! কুয়েতের আল আলা ইউসুফ আদেল আল মুতাইরির বয়স কেবল ৪ বছর! আর এই বয়সেই বিশ্বের মিলিয়নেয়ারদের তালিকায় নাম উঠে গেছে তার। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল মুতাইরির নামে তাঁর বাবা ব্যাংকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে তাঁরা অর্থ জমা করছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক বছর অ্যাকাউন্টধারীদের নিয়ে লটারির আয়োজন করে। আর এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী পান দুই মিলিয়ন কুয়েতি দিনার।
এ বছর সেই পুরস্কার পেয়েছে আল-মুতাইরি। চার বছর বয়সী কুয়েতি কন্যাশিশু আল মুতাইরি ব্যাংকটির লটারিতে প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ দিনার। বাংলাদেশি টাকায় প্রায় ৭১ কোটি ৩৫ লাখ ৬০ হাজারের বেশি।
কুয়েতের শীর্ষ স্থানীয় গালফ ব্যাংক বিশাল পরিমাণের এই অর্থ ব্যাপক জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আল-মুতাইরির অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত ছিল আল-মুতাইরি। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ অ্যাকাউন্টে অর্থ জমার দৃশ্য সরাসরি দেখে সে।
লটারি জয়ের মাধ্যমে অনন্য রেকর্ডও গড়েছে আল-মুতাইরি। কারণ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিশ্বের বৃহত্তম এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপকে পরিণত হয়েছে সে।
শিশুটির বাবা ইউসুফ আল মুতাইরি বলেন, তিনি গালফ ব্যাংকে তার সব সন্তানের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু আলা সৌভাগ্যবান বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে।
বয়স একেবারে কম হলেও কুয়েতজুড়ে রাতারাতি তারকা বনে গেছে আল মুতাইরি। পুরস্কার প্রাপ্তির ছবি গালফ ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর দেশটিতে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সে।
সৌভাগ্য বুঝি একেই বলে! কুয়েতের আল আলা ইউসুফ আদেল আল মুতাইরির বয়স কেবল ৪ বছর! আর এই বয়সেই বিশ্বের মিলিয়নেয়ারদের তালিকায় নাম উঠে গেছে তার। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল মুতাইরির নামে তাঁর বাবা ব্যাংকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে তাঁরা অর্থ জমা করছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক বছর অ্যাকাউন্টধারীদের নিয়ে লটারির আয়োজন করে। আর এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী পান দুই মিলিয়ন কুয়েতি দিনার।
এ বছর সেই পুরস্কার পেয়েছে আল-মুতাইরি। চার বছর বয়সী কুয়েতি কন্যাশিশু আল মুতাইরি ব্যাংকটির লটারিতে প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ দিনার। বাংলাদেশি টাকায় প্রায় ৭১ কোটি ৩৫ লাখ ৬০ হাজারের বেশি।
কুয়েতের শীর্ষ স্থানীয় গালফ ব্যাংক বিশাল পরিমাণের এই অর্থ ব্যাপক জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আল-মুতাইরির অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত ছিল আল-মুতাইরি। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ অ্যাকাউন্টে অর্থ জমার দৃশ্য সরাসরি দেখে সে।
লটারি জয়ের মাধ্যমে অনন্য রেকর্ডও গড়েছে আল-মুতাইরি। কারণ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিশ্বের বৃহত্তম এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপকে পরিণত হয়েছে সে।
শিশুটির বাবা ইউসুফ আল মুতাইরি বলেন, তিনি গালফ ব্যাংকে তার সব সন্তানের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু আলা সৌভাগ্যবান বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে।
বয়স একেবারে কম হলেও কুয়েতজুড়ে রাতারাতি তারকা বনে গেছে আল মুতাইরি। পুরস্কার প্রাপ্তির ছবি গালফ ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর দেশটিতে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সে।
বেলজিয়ামে অনুষ্ঠিত টুমরোল্যান্ড মিউজিক ফেস্টিভ্যালে যোগ দিতে আসা ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্যকে আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্তৃপক্ষ। গত সোমবার ব্রাসেলসে ফেডারেল প্রসিকিউটর অফিস এক লিখিত বিবৃতিতে জানায়, গাজায় যুদ্ধাপরাধ সংক্রান্ত দুটি আইনি অভিযোগ দায়েরের পর এই
১ ঘণ্টা আগেগাজায় অবাধ ত্রাণ সরবরাহের প্রস্তুতি বাস্তবায়ন না করলে, ইসরায়েলের বিরুদ্ধে সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন। গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে জোটটির পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাস। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক মাধ্যম এক্সে দেওয়া...
২ ঘণ্টা আগেইহাব আল-জেইন বলেন, ‘আমরা কী করব? এক কেজি আটার জন্য আমরা মৃত্যুর মুখে ছুটে যাচ্ছি এবং এমনকি তারপরও সব সময় কাজ হয় না। কখনো কখনো আমরা কিছুই না নিয়ে ফিরে আসি। আমরা মরি এবং খালি হাতে বাড়ি ফিরি।’ তিনি জানান, তিনি এর আগে একাধিকবার চেষ্টা করলেও ত্রাণকেন্দ্র থেকে কখনো কিছু সংগ্রহ করতে পারেননি।
২ ঘণ্টা আগেক্যালিফোর্নিয়ার অভিজাত অঞ্চল হলিউডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত ‘টেসলা ডাইনার’। গত সোমবার থেকে শুরু হল দুতলা এই রেস্তোরাঁর। বিশেষ এই রেস্তোরাঁয় খাবার পরিবেশন করবে রোবট ওয়েটার। এ ছাড়া রয়েছে সিনেমা দেখার সুব্যবস্থা, আছে গাড়ি চার্জিং স্টেশন।
৩ ঘণ্টা আগে