Ajker Patrika

মসজিদুল হারামে ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি 

মসজিদুল হারামে ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি 

মুসলমানদের পবিত্র স্থান সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে মুসল্লিদের ফের মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। দেশটিতে করোনার সংক্রমণ বাড়ায় আজ বৃহস্পতিবার থেকে এই সামাজিক দূরত্ব বিধি মানতে হবে বলে সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শ্রমিকেরা কাবার চারপাশে সামাজিক দূরত্বের জন্য মেঝেতে দেওয়া চিহ্নগুলো ফিরিয়ে এনেছে। এই চিহ্নগুলো করোনার সংক্রমণ কমায় গত ১৭ অক্টোবর মুছে ফেলা হয়েছিল।

সৌদি কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের সামাজিক দূরত্ব বিধি আবার মেনে চলতে হবে। তবে নির্দিষ্ট কোনো ধারণক্ষমতার কথা সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। 

এর আগে সৌদি সরকার জানায়, ঘরের ভেতর ও বাইরে যে কোনো জাগায় জনগণকে মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৫ লাখ ৫৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৮ হাজার ৮৭৪ জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সবচেয়ে বেশি করোনা রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সৌদি আরবে ৭৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়। যা গত আগস্টের পর সর্বোচ্চ সংখ্যা।

করোনার সংক্রমণের পর সীমিত আকারে হজের ব্যবস্থা করে সৌদি আরব। স্বাভাবিক সময় হজ থেকে সৌদি আরব সরকার ১২০০ কোটি ডলার রাজস্ব আয় করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত