Ajker Patrika

ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫৮
ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড

ইরানের রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ড পাওয়া যুগল হলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তাঁর বাগ্‌দত্তা আসতিয়াজ হাকিকি (২১)।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, তেহরানের আজাদি টাওয়ারের সামনে জনসমক্ষে নাচেন আহমাদি ও হাকিকি। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এই যুগল। এরপর ভাইরাল হয় ভিডিওটি। এরই জেরে গ্রেপ্তার করা হয় তাঁদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিলেন দেশটির একটি আদালত।

দুর্নীতি, পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে আহমাদি ও হাকিকির বিরুদ্ধে। এর জন্য তাঁদের মোট ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এমনকি দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

গত বছরের ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় ইরান সরকার। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হন হাজারের বেশি মানুষ। মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অনেক বিক্ষোভকারীকে।

ইরানে এখনো অস্থিরতা বিরাজমান। তবে আহমাদি ও হাকিকির নাচের ভিডিওর সঙ্গে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই বলে জানা গেছে। তবু তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার মতো অভিযোগ আনা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত