Ajker Patrika

বাগদাদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত

আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ০৯: ১৭
বাগদাদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। শনিবার (২৯ অক্টোবর) পূর্ব বাগদাদে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, একটি ফুটবল স্টেডিয়ামের কাছের গ্যারেজে রাখা গাড়িতে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। গ্যারেজের কাছেই ছিল একটি গ্যাস ট্যাংকার। গাড়িতে থাকা বিস্ফোরক থেকে সেই ট্যাংকারেও বিস্ফোরণ হয়।

বিস্ফোরণে নিহতদের বেশির ভাগই কিশোর। বিস্ফোরণস্থলের কাছের ওই স্টেডিয়ামে ফুটবল খেলছিল তারা।

দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে বলে, পূর্ব বাগদাদের একটি গ্যারেজে থাকা গ্যাসবাহী ট্যাংকারে বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে কীভাবে এবং কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

এনবিআর চেয়ারম্যানের বিরুদ্ধে কুৎসা, বরখাস্ত নিরাপত্তাপ্রহরী

এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত

অবৈধ অভিবাসী বিষয়ে কঠোর মালয়েশিয়া, ফেরত পাঠাচ্ছে বিমানবন্দর থেকেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত