Ajker Patrika

ইসরায়েলি হামলায় ইরানে গর্ভবতী নারী, শিশুসহ নিহত ৬

আপডেট : ১৮ জুন ২০২৫, ২২: ২৮
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইসফাহানের কাছাকাছি নাজাফাবাদে ইসরায়েলি ড্রোন হামলায় একটি গাড়িতে থাকা এক গর্ভবতী নারী নিহত হয়েছেন। সন্তান জন্ম দেওয়ার মাত্র কয়েক সপ্তাহ বাকি ছিল।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী দুটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। নিহত ওই নারীর স্বামীও হামলায় প্রাণ হারিয়েছেন।

মোট ছয়জন নিহত হয়েছেন এই হামলায়। তাদের মধ্যে দুটি শিশুও রয়েছে, যাদের বয়স যথাক্রমে ১০ ও ১৩ বছর।

এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানি সামাজিক মাধ্যমে অনেকেই হামলাটিকে ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যায়িত করেছেন। বর্তমানে ইসফাহান অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...