Ajker Patrika

সৌদিতে প্রথমবার সব নারী ক্রু নিয়ে আকাশে উড়ল উড়োজাহাজ

আপডেট : ২২ মে ২০২২, ২২: ৫৩
সৌদিতে প্রথমবার সব নারী ক্রু নিয়ে আকাশে উড়ল উড়োজাহাজ

সব নারী ক্রু নিয়ে প্রথমবারের মতো সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করা হয়েছে। সব ক্রুই সৌদির। 

সৌদি বিমান সংস্থা ফ্লাইডেল টুইটারে দেওয়া ঘোষণায় জানিয়েছে, গত বৃহস্পতিবার ফ্লাইটটি পরিচালনা করে তারা। ফ্লাইট ক্রুদের সবাই সৌদি নাগরিক। এ ফ্লাইটের যাত্রা শুরু হয় এ৩২০ বিমানে করে। দীর্ঘদিন বিমান ক্রুদের মধ্যে আধিপত্য বিস্তার করে আছেন পুরুষেরা। তাঁদের সঙ্গে এখন পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। 

ফ্লাইট ১১৭-তে ক্রু ছিলেন সাতজন। এতে সহ-পাইলট ছিলেন ইয়ারা জান (২৩)। সৌদি আরবের সবচেয়ে কম বয়সী নারী পাইলট তিনি 

জান বলেন, ‘এমন একটি ঐতিহাসিক মুহূর্তে অংশ নিতে পেরে আমি গর্বিত। একজন সৌদি নারী হিসেবে আমার দেশকে একটি গর্বিত পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছি, এটা ছিল গর্বের ও আনন্দের মুহূর্ত।’ 

ইয়ারা জান বলেন, নেভিগেশন, চেকলিস্টের মতো গুরুত্বপূর্ণ অনেক ভূমিকায় পাইলটকে সাহায্য করা। এ দায়িত্ব একজন সৌদি তরুণীর জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি অনুধাবন করতে পেরেছেন। 

জান আরও বলেন, ‘যদিও একজন সৌদি নারীর পাইলট হওয়া নতুন, তবে আমাদের প্রজন্মের জন্য এটি অসম্ভব নয়। বিশেষ করে আমরা আমাদের প্রিয় দেশ এবং আমাদের নেতাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি, যারা আমাকে সৌদিতে সর্বকনিষ্ঠ নারী পাইলট হতে অনেক সমর্থন করেছেন।’ 

 ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি ফ্লাইট-বিষয়ক স্কুল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন জান। এক বছর আগে যোগ দেন ফ্লাইডেলে। 

ফ্লাইডেলের মুখপাত্র এমাদ ইস্কান্দারানি বলেন, ফ্লাইটটি বৃহস্পতিবার রাজধানী রিয়াদ থেকে জেদ্দায় যায়। ফার্স্ট অফিসারসহ ফ্লাইটে দায়িত্ব পালন করা সাত ক্রুর সবাই সৌদি নারী। তবে ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন বিদেশি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত