Ajker Patrika

সিরিয়ায় সিনিয়র আইএস কমান্ডারকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৪: ৪৯
সিরিয়ায় সিনিয়র আইএস কমান্ডারকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি। আজ মঙ্গলবার তিনি সিরিয়ার অজ্ঞাত স্থানে মারা গেছেন। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, আইএসের সিনিয়র নেতা খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, হামলায় কোনো বেসামরিক নাগরিকের নিহতের খবর এখনো পাওয়া যায়নি। সিরিয়া এই হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

যুক্তরাষ্ট্র জানিয়েছে, খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি আইএসের নেতৃত্বের শীর্ষ অবস্থানের দিকেই ছিলেন। তিনি বিভিন্ন ধরনের আকস্মিক হামলার পরিকল্পনা করতেন। তাঁর মৃত্যুর মাধ্যমে আইএসের সাংগঠনিক ক্ষমতা নিঃসন্দেহে ব্যাহত হবে। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশের জন্য আইএস ক্রমশ হুমকি হয়ে উঠেছে। সেন্ট্রাল কমান্ডের জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আইএস মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলেও হামলা করতে সক্ষম। 

আইএসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। জেনারেল এরিক কুরিলা বলেন, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার বাইরে ইরাকেও অব্যাহত রয়েছে। 

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ায় হেলিকপ্টার হামলা চালিয়ে আইএসআইএসের আরেক সিনিয়র নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে। ওই অভিযানে চারজন মার্কিন সেনা ও একটি কুকুর আহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত