অনলাইন ডেস্ক
সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি। আজ মঙ্গলবার তিনি সিরিয়ার অজ্ঞাত স্থানে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, আইএসের সিনিয়র নেতা খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, হামলায় কোনো বেসামরিক নাগরিকের নিহতের খবর এখনো পাওয়া যায়নি। সিরিয়া এই হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি আইএসের নেতৃত্বের শীর্ষ অবস্থানের দিকেই ছিলেন। তিনি বিভিন্ন ধরনের আকস্মিক হামলার পরিকল্পনা করতেন। তাঁর মৃত্যুর মাধ্যমে আইএসের সাংগঠনিক ক্ষমতা নিঃসন্দেহে ব্যাহত হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশের জন্য আইএস ক্রমশ হুমকি হয়ে উঠেছে। সেন্ট্রাল কমান্ডের জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আইএস মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলেও হামলা করতে সক্ষম।
আইএসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। জেনারেল এরিক কুরিলা বলেন, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার বাইরে ইরাকেও অব্যাহত রয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ায় হেলিকপ্টার হামলা চালিয়ে আইএসআইএসের আরেক সিনিয়র নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে। ওই অভিযানে চারজন মার্কিন সেনা ও একটি কুকুর আহত হয়েছিল।
সিরিয়ায় অভিযান চালিয়ে ইসলামিক স্টেটের (আইএস) একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত আইএস নেতার নাম খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি। আজ মঙ্গলবার তিনি সিরিয়ার অজ্ঞাত স্থানে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, আইএসের সিনিয়র নেতা খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি ইউরোপে হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত ছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলেছে, হামলায় কোনো বেসামরিক নাগরিকের নিহতের খবর এখনো পাওয়া যায়নি। সিরিয়া এই হামলার ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, খালিদ আইদ আহমেদ আল-জাবৌরি আইএসের নেতৃত্বের শীর্ষ অবস্থানের দিকেই ছিলেন। তিনি বিভিন্ন ধরনের আকস্মিক হামলার পরিকল্পনা করতেন। তাঁর মৃত্যুর মাধ্যমে আইএসের সাংগঠনিক ক্ষমতা নিঃসন্দেহে ব্যাহত হবে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড আরও বলেছে, মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য অংশের জন্য আইএস ক্রমশ হুমকি হয়ে উঠেছে। সেন্ট্রাল কমান্ডের জেনারেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আইএস মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলেও হামলা করতে সক্ষম।
আইএসকে পরাজিত করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। জেনারেল এরিক কুরিলা বলেন, আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ার বাইরে ইরাকেও অব্যাহত রয়েছে।
মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত মাসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স সিরিয়ায় হেলিকপ্টার হামলা চালিয়ে আইএসআইএসের আরেক সিনিয়র নেতা হামজা আল-হোমসিকে হত্যা করেছে। ওই অভিযানে চারজন মার্কিন সেনা ও একটি কুকুর আহত হয়েছিল।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশিদের ভিসা প্রদান প্রায় ৮ গুণ কমিয়ে দিয়েছে ভারত। বর্তমানে শুধু মেডিকেল ট্যুরিস্টদের ভিসা দিচ্ছে দেশটি। এতে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে সম্পর্কেও প্রভাব পড়ছে বলে মনে করছেন ভারতীয় কূটনীতিকেরা।
১২ মিনিট আগেব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের পাশাপাশি বাংলাদেশ, ইউক্রেন এবং কমনওয়েলথ প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমগুলোতে এসেছে।
২ ঘণ্টা আগেলাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দু’পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।
৩ ঘণ্টা আগেভারতের শেয়ারবাজারে কয়েক মাসের টানা পতনে লাখো মধ্যবিত্ত বিনিয়োগকারী বিপাকে পড়েছেন। বিদেশি বিনিয়োগ প্রত্যাহার, অতিমূল্যায়িত শেয়ার ও দুর্বল মুনাফার কারণে বাজার থেকে প্রায় ৯০০ বিলিয়ন ডলার উধাও হয়েছে। নতুন বিনিয়োগকারীদের অনেকেই ফিনফ্লুয়েন্সারদের প্রভাবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেছেন এবং বড় ক্ষতির সম্মুখীন...
৩ ঘণ্টা আগে