Ajker Patrika

সামাজিক দূরত্বের নিয়ম তুলে নিল মক্কার গ্র্যান্ড মসজিদ

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৭: ৩৪
সামাজিক দূরত্বের নিয়ম তুলে নিল মক্কার গ্র্যান্ড মসজিদ

করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো মুসল্লিদের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্বের নিয়ম তুলে নেওয়া হয়েছে। আজ রোববার থেকে সেখানে কাঁধে কাঁধ রেখে মুসল্লিরা নামাজ আদায় করছেন। সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

সৌদির কর্মকর্তার বরাত দিয়ে এসপিএর প্রতিবেদনে বলা হয়, এটি সতর্কতামূলক ব্যবস্থা সহজ করার সিদ্ধান্ত। গ্র্যান্ড মসজিদের সম্পূর্ণ ধারণক্ষমতায় হজযাত্রী ও দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। 

আজ রোববার ভোর থেকেই মক্কার গ্র্যান্ড মসজিদে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি মুসল্লিদের। তবে সামাজিক দূরত্ব মেনে চলার নিয়মটি তুলে নেওয়া হলেও মাস্ক এবং দুই ডোজ ভ্যাকসিন দেওয়া ছাড়া মুসল্লিরা মক্কার গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি এখনো পবিত্র কাবা ঘর ছুঁয়ে দেখার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, সেটি শিথিল করেনি সৌদি সরকার।

এদিকে করোনার সংক্রমণ কমায় আজ রোববার থেকে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা এখন থেকে গণপরিবহনে চড়তে পারবেন, সিনেমা এবং রেস্টুরেন্টেও যেতে পারবেন। এ ছাড়া পাবলিক প্লেসে মাস্ক পরারও প্রয়োজনীয়তা নেই বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
এ ছাড়া আজ রোববার থেকে সৌদির জনগণ মাঠে বসে খেলাও উপভোগ করতে পারবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত