Ajker Patrika

ইসরায়েলের সরকার গঠন করবে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের সরকার গঠন করবে নেতানিয়াহুর জোট

ইসরায়েলে সরকার গঠন করতে যাচ্ছে দেশটির ডানপন্থী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট। দেশটির পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রয়েছে বর্তমান বিরোধীদলীয় নেতা বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট। আজ বুধবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আনাদলুর প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ভোট গ্রহণের পর প্রাথমিক ফলাফল এবং বুথ ফেরত জরিপ থেকে জানা গেছে, দেশটির পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে নেতানিয়াহুর জোট অন্তত ৬৫টি আসন পেয়েছে। ফলে নেতানিয়াহুর জোটের সরকার গঠন অনেকটাই নিশ্চিত।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টি পেয়েছে ৩১টি আসন, জোটের অন্যান্য শরিকের মধ্যে কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টি পেয়েছে ১৪টি আসন, শাস পার্টি পেয়েছে ১২টি আসন এবং ইউনাইটেড তোরাহ জুডাইজ্ম পার্টি পেয়েছে ৮টি সিট।

নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদের দল ইয়েশ আতিদ পার্টি ২৪টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর জোটের অন্য দল দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তেজের দল ন্যাশনাল ইউনিটি পার্টি পেতে পারে ১২টি আসন এবং বর্তমান অর্থমন্ত্রী আভিগদর লাইবারম্যানের দল ইসরায়েল বেইতিনু পেতে পারে ৫টি আসন। 

এ ছাড়া, নির্বাচনে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট নেসেটে ৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি বা হাদাশ পেয়েছে ৫টি আসন।

ইসরায়েলের রাজনীতিতে ডানপন্থী বলে পরিচিত নেতানিয়াহু দেশটির সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। তাঁর জোট দেশটির পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারবে বলেই ইঙ্গিত প্রাথমিক ফলা ও বুথ ফেরত জরিপের। সে ক্ষেত্রে তিনি আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। তবে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে এবং সেই অভিযোগে বিচারও চলমান। নেতানিয়াহু বারবার তাঁর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত