Ajker Patrika

সৌদি আরবে সেতুতে বাসের ধাক্কা, ২০ ওমরাহ যাত্রী নিহত

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১১: ১৪
সৌদি আরবে সেতুতে বাসের ধাক্কা, ২০ ওমরাহ যাত্রী নিহত

ওমরাহ যাত্রীদের নিয়ে যাওয়ার সময় সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে অন্তত ২০ জন ওমরাহ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২৯ জন। খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার ওই বাস পবিত্র নগরী মক্কার দিকে যাচ্ছিল। পথে ইয়েমেনের সীমান্তবর্তী আসির প্রদেশের আকাবা শার নামক জায়গায় এ দুর্ঘটনা ঘটে। সেতুর সঙ্গে ধাক্কা লাগার পর বাসটি উল্টে গিয়ে আগুন ধরে যায়।

স্থানীয় টেলিভিশন আল-এখবারিয়া টিভিতে এ দুর্ঘটনার পর পুড়ে যাওয়া বাসটি দেখানো হয়েছে। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্যও দেখা গেছে টেলিভিশনে।

সৌদি আরবের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে জরুরি উদ্ধারকর্মীদের সেখানে পাঠানো হয়েছে। উদ্ধারকর্মীরা আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেছেন।

এদিকে গালফ নিউজ জানিয়েছে, সৌদি সিভিল ডিফেন্সও দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। তবে হতাহতদের পরিচয় সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। বাসে কতজন যাত্রী ছিলেন, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত