ঢাকা: অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী শেখ জাররাহ এলাকায় বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। গায়ে প্রেস লেখা জ্যাকেট থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান নাবিল মাজাউইও আক্রমণের শিকার হন। তবে এ ঘটনায় প্রতিক্রিয়া শুরু হলে গ্রেপ্তার সাংবাদিককে (গিভারা বুদেইরি) কয়েক ঘণ্টা পরেই শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।
গ্রেপ্তারের সময় সাংবাদিক গিভারা বুদেইরিকে লাঞ্ছনা, মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। গিভারা বুদেইরি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরাতে কাজ করছেন।
মুক্তির পর সাংবাদিক গিভারা বুদেইরি আল জাজিরাকে বলেন, তাঁরা চারদিক থেকে ছুটে আসে। তাঁরা চারদিক থেকে খুব বাজে ভাবে আমাকে লাথি মারছিল। তিনি আরও বলেন, শেখ জাররাহ এলাকায় আগামী ১৫ দিন না যাওয়ার শর্তে তাঁরা আমাকে মুক্তি দেয়।
এক বিবৃতিতে আল জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোস্তফা সওজ বলেন, আন্তর্জাতিক সকল নিয়মনীতি উপেক্ষা করে তাঁরা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের সাংবাদিকদের টার্গেট করছে। আজ ইসরায়েলি বাহিনী সাংবাদিক গিভারা বুদেইরি এবং নাবিল মাজাউইয়ের সঙ্গে যে আচরণ করেছে সেটি সাংবাদিকদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।
এর আগে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানান, গিভারা বুদেইরিকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন তাঁর গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন।
হোদা আবদেল হামিদ বলেন, তাঁকে (গিভারা বুদেইরি) ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবদেল হামিদ আরও বলেন, ইসরায়েলি পুলিশের চড়াও হওয়ার মতো কোনো ঘটনাই সেখানে ঘটেনি। তবুও তারা কেন বুদেইরির ওপর চড়াও হলো তা পরিষ্কার না।
আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের বারবারা ট্রিয়ানফি বলেন, ইসরায়েলি পুলিশের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রিপোর্টার উইথ আউট বর্ডারসের মুখপাত্র সাবরিনা বেনোই আল জাজিরাকে বলেন, মুক্ত গণমাধ্যমের বিপক্ষে এটি একটি সুস্পষ্ট বাঁধা। কেননা গ্রেপ্তার সাংবাদিক ‘প্রেস’ জ্যাকেট পরা ছিলেন এবং তিনি স্বীকৃত একটি প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মী।
রিপোর্টার উইথ আউট বর্ডারস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের প্রায় ১৪ জন সাংবাদিককে বন্দী করে আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে শেখ জাররাহ এলাকাতেই জেইনা হালওয়ানি ও ওয়াব মিকিয়াহকে লাঞ্ছিত করে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
এর আগে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধ চলাকালে গত ১৫ মে গাজায় আল-জাজিরার ভবন গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল।
ঢাকা: অবরুদ্ধ পূর্ব জেরুজালেমের নিকটবর্তী শেখ জাররাহ এলাকায় বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) আল জাজিরার এক নারী সাংবাদিককে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। গ্রেপ্তার সাংবাদিকের নাম গিভারা বুদেইরি। গায়ে প্রেস লেখা জ্যাকেট থাকলেও কোনো কিছুর তোয়াক্কা না করে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা ক্যামেরাম্যান নাবিল মাজাউইও আক্রমণের শিকার হন। তবে এ ঘটনায় প্রতিক্রিয়া শুরু হলে গ্রেপ্তার সাংবাদিককে (গিভারা বুদেইরি) কয়েক ঘণ্টা পরেই শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়।
গ্রেপ্তারের সময় সাংবাদিক গিভারা বুদেইরিকে লাঞ্ছনা, মারধর এবং সংবাদ সংগ্রহে ব্যবহৃত জিনিসপত্র ভাঙচুর করা হয়। গিভারা বুদেইরি আল জাজিরার জেরুজালেম প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি ২০০০ সাল থেকে আল জাজিরাতে কাজ করছেন।
মুক্তির পর সাংবাদিক গিভারা বুদেইরি আল জাজিরাকে বলেন, তাঁরা চারদিক থেকে ছুটে আসে। তাঁরা চারদিক থেকে খুব বাজে ভাবে আমাকে লাথি মারছিল। তিনি আরও বলেন, শেখ জাররাহ এলাকায় আগামী ১৫ দিন না যাওয়ার শর্তে তাঁরা আমাকে মুক্তি দেয়।
এক বিবৃতিতে আল জাজিরার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোস্তফা সওজ বলেন, আন্তর্জাতিক সকল নিয়মনীতি উপেক্ষা করে তাঁরা বিভিন্ন উপায় অবলম্বন করে আমাদের সাংবাদিকদের টার্গেট করছে। আজ ইসরায়েলি বাহিনী সাংবাদিক গিভারা বুদেইরি এবং নাবিল মাজাউইয়ের সঙ্গে যে আচরণ করেছে সেটি সাংবাদিকদের মৌলিক মানবাধিকারের লঙ্ঘন।
এর আগে আল জাজিরার আরেক সংবাদকর্মী হোদা আবদেল হামিদ জানান, গিভারা বুদেইরিকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং তখন তাঁর গায়ে ‘প্রেস’ লেখা জ্যাকেট ছিল। এমনকি হয়রানি এড়াতে তিনি ইসরায়েলি কর্তৃপক্ষের দেওয়া প্রেস কার্ডও দেখিয়েছিলেন।
হোদা আবদেল হামিদ বলেন, তাঁকে (গিভারা বুদেইরি) ক্রমাগত ধাক্কানো হচ্ছিল। তখন সঙ্গে থাকা ক্যামেরাম্যান তার কাছে যাওয়ার চেষ্টা করলে ক্যামেরাটিও ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবদেল হামিদ আরও বলেন, ইসরায়েলি পুলিশের চড়াও হওয়ার মতো কোনো ঘটনাই সেখানে ঘটেনি। তবুও তারা কেন বুদেইরির ওপর চড়াও হলো তা পরিষ্কার না।
আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের বারবারা ট্রিয়ানফি বলেন, ইসরায়েলি পুলিশের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রিপোর্টার উইথ আউট বর্ডারসের মুখপাত্র সাবরিনা বেনোই আল জাজিরাকে বলেন, মুক্ত গণমাধ্যমের বিপক্ষে এটি একটি সুস্পষ্ট বাঁধা। কেননা গ্রেপ্তার সাংবাদিক ‘প্রেস’ জ্যাকেট পরা ছিলেন এবং তিনি স্বীকৃত একটি প্রতিষ্ঠানের গণমাধ্যমকর্মী।
রিপোর্টার উইথ আউট বর্ডারস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের প্রায় ১৪ জন সাংবাদিককে বন্দী করে আটকে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত সপ্তাহে শেখ জাররাহ এলাকাতেই জেইনা হালওয়ানি ও ওয়াব মিকিয়াহকে লাঞ্ছিত করে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
এর আগে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধ চলাকালে গত ১৫ মে গাজায় আল-জাজিরার ভবন গুঁড়িয়ে দিয়েছিল ইসরায়েল।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৫ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৮ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৯ ঘণ্টা আগে