ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শয়নকক্ষ হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এর আগে গত শনিবার হিজবুল্লাহর ড্রোন দেশটির রাজধানী তেল আবিবের উত্তরের শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও অন্যান্য সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বাড়ির শয়নকক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়। সংবাদমাধ্যমগুলো সেই ক্ষতিগ্রস্ত জানালার ছবিও প্রকাশ করেছে।
এর আগে গত শনিবার হিজবুল্লাহর একটি ড্রোন সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন দেশটির প্রতিরক্ষাবাহিনী আইডিএফের বরাত দিয়ে বলা হয়, শনিবার সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবানন থেকে তিনটি ড্রোন পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানায়, এসব ড্রোনের মধ্যে একটি সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল।
ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, হামলার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী ঘটনাস্থলের কাছে ছিলেন না। এ ছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হামলার পরপরই এক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘আজ যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটি বড় ভুল করেছে। এই হামলা আমাকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বাধা দিতে পারবে না এবং যারা ইসরায়েলিদের ক্ষতি করবে, তারা কঠিন মূল্য চোকাবে।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের শয়নকক্ষ হিজবুল্লাহর ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনটাই জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। এর আগে গত শনিবার হিজবুল্লাহর ড্রোন দেশটির রাজধানী তেল আবিবের উত্তরের শহর সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও অন্যান্য সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বাড়ির শয়নকক্ষের জানালা ক্ষতিগ্রস্ত হয়। সংবাদমাধ্যমগুলো সেই ক্ষতিগ্রস্ত জানালার ছবিও প্রকাশ করেছে।
এর আগে গত শনিবার হিজবুল্লাহর একটি ড্রোন সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ইসরায়েলি সেনাদের হাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহইয়া সিনওয়ার নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর এই হামলা হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদন দেশটির প্রতিরক্ষাবাহিনী আইডিএফের বরাত দিয়ে বলা হয়, শনিবার সকালে ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। লেবানন থেকে তিনটি ড্রোন পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইডিএফ জানায়, এসব ড্রোনের মধ্যে একটি সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনকে লক্ষ্যবস্তু করেছিল।
ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, হামলার সময় নেতানিয়াহু বা তাঁর স্ত্রী ঘটনাস্থলের কাছে ছিলেন না। এ ছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। হামলার পরপরই এক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘আজ যারা আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটি বড় ভুল করেছে। এই হামলা আমাকে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে বাধা দিতে পারবে না এবং যারা ইসরায়েলিদের ক্ষতি করবে, তারা কঠিন মূল্য চোকাবে।’
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে