Ajker Patrika

পশ্চিম তীরের চেকপোস্টে দুই ইসরায়েলিকে ফিলিস্তিনি কিশোরের ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক
Thumbnail image

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের একটি চেকপোস্টে দুই ইসরায়েলি নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাত করেছে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর। পুলিশ বলেছে, আজ বুধবার সাইকেল চালিয়ে এসে সেই কিশোর নিরাপত্তা রক্ষীদের ওপর আক্রমণ করে। বার্তা সংস্থা এএফপি খবরটি দিয়েছে।

এক বিবৃতিতে পুলিশ জানায়, জেরুসালেমের দক্ষিণে টানেল চেকপোস্টে আজ সকাল ৮: ১৫টায় হামলার ঘটনাটি ঘটে। বিবৃতিতে বলা হয়, ক্রসিংয়ের নিরাপত্তা বাহিনী যখন তাকে (কিশোর) তল্লাশি করার চেষ্টা করে তখন সে একটি ছুরি বের করে এবং ঘটনাস্থলে উপস্থিত বাহিনীকে ছুরিকাঘাত করতে শুরু করে।

বিবৃতিতে আরও বলা হয়, সেই কিশোর ছুরিকাঘাত করার পর সেখানে উপস্থিত এক সশস্ত্র বেসামরিক প্রহরী তাকে প্রতিহত করে। একই সঙ্গে ঘটনাস্থলে থাকা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেই কিশোরকে নিষ্ক্রিয় করতে গুলি চালায়। পরে পুলিশ হামলাকারী কিশোরকে মৃত ঘোষণা করে।

ছুরিকাঘাতে একজন মহিলা সৈনিক এবং একজন বেসামরিক সশস্ত্র প্রহরী আহত হয়েছেন বলে জানায় পুলিশ। তাদের আঘাত গুরুতর নয় বলেও জানান হয়েছে।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সেই চেকপোস্টে রক্তক্ষরণে মৃত্যু না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি কিশোরকে ফেলে রেখেছিল নিরাপত্তা বাহিনী।

ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুসালেমের একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি সীমান্ত পুলিশের গুলিতে ১২ বছর বয়সী ফিলিস্তিনি শিশু মারা যাওয়ার একদিন পর ঘটল এই ছুরিকাঘাতের ঘটনা। শুয়াফাত শরণার্থীশিবিরের বাসিন্দা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের সময় ১২ বছর বয়সী শিশু রামি হামদান আল-হালহুলি গুলিবদ্ধ হয়। ইসরায়েলি বাহিনীর দাবি, শিশুটি তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিল।

গত সোমবার রমজান মাস শুরু হওয়ার পর থেকে পূর্ব জেরুসালেমের পুরোনো শহরে শত শত অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত