ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েল সেনা বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। দুই দিন ধরে চলা এই সংঘাতে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে।
এই সংবাদ আসার পরও জেনিন ক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে পাঁচটি মিসাইল হামলা হয়েছে। তবে কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।
জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরেক ফিলিস্তিনি নিহতের খবর জানান। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতদের ১২তম ফিলিস্তিনি তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরে ফিলিস্তিনিদের দেওয়া আগুনে এক নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। এর আগে তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনাকে জেনিনে ইসরায়েলে আগ্রাসনের সাহসী প্রতিক্রিয়া বলে জানায় হামাস।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব শহরের একটি ব্যস্ত শপিং রাস্তায় সাতজন আহত হয়েছে এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। তিনি একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে এ ধরনের হামলা আমাদের পিছপা করবে, তা ভুল। ইসরায়েলি বাহিনী জেনিনে ‘মিশন সম্পূর্ণ করছে’, তবে এটিই শেষ নয়।’
এর আগে গত সোমবার সকালে ইসরায়েল ফিলিস্তিনের জেনিন শরণার্থীশিবিরে আগ্রাসন শুরু করে।
আরও পড়ুন:
ফিলিস্তিনের জেনিন শরণার্থী ক্যাম্প থেকে ইসরায়েল সেনা বহর সরিয়ে নেওয়া শুরু করেছে। দুই দিন ধরে চলা এই সংঘাতে ১২ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এই সংবাদ নিশ্চিত করেছে।
এই সংবাদ আসার পরও জেনিন ক্যাম্পে গোলাগুলি ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরে ইসরায়েলি সেনারা জানিয়েছে, গাজা উপত্যকা থেকে পাঁচটি মিসাইল হামলা হয়েছে। তবে কোনো পক্ষই এই হামলার দায় স্বীকার করেনি।
জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সময় ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা আরেক ফিলিস্তিনি নিহতের খবর জানান। সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে নিহতদের ১২তম ফিলিস্তিনি তিনি।
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থীশিবিরে ফিলিস্তিনিদের দেওয়া আগুনে এক নন-কমিশন্ড অফিসার নিহত হয়েছেন। এর আগে তেল আবিবে গাড়ি হামলা ও ছুরিকাঘাতের ঘটনাকে জেনিনে ইসরায়েলে আগ্রাসনের সাহসী প্রতিক্রিয়া বলে জানায় হামাস।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিব শহরের একটি ব্যস্ত শপিং রাস্তায় সাতজন আহত হয়েছে এবং হামলাকারী পশ্চিম তীরের একজন ফিলিস্তিনি ব্যক্তি। তিনি একজন বেসামরিক নাগরিকের গুলিতে নিহত হন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘যদি কেউ মনে করে এ ধরনের হামলা আমাদের পিছপা করবে, তা ভুল। ইসরায়েলি বাহিনী জেনিনে ‘মিশন সম্পূর্ণ করছে’, তবে এটিই শেষ নয়।’
এর আগে গত সোমবার সকালে ইসরায়েল ফিলিস্তিনের জেনিন শরণার্থীশিবিরে আগ্রাসন শুরু করে।
আরও পড়ুন:
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে