Ajker Patrika

ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৭: ১০
ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোরের মৃত্যু

এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমে বায়তুল আকসা মসজিদের অন্যতম প্রবেশপথ বাব-হাত্তার সামনে তাকে হত্যা করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ওই কিশোরের বিরুদ্ধে ছুরিকাঘাতে দুই ইসরায়েলি কর্মকর্তাকে আহত করার অভিযোগ এনেছিল ইসরায়েলি কর্তৃপক্ষ। গুলির পরপরই ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসকেরা কিশোরকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এক সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবাল আল-তুর এলাকার বাসিন্দা। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ওই কিশোরকে হত্যার কয়েক ঘণ্টা পরই আল-তুরে অভিযান চালিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে। 

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ছুরিকাঘাতে ওই দুই কর্মকর্তা সামান্য আহত হয়েছেন। তবে কিশোরের মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে ফিলিস্তিনি কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

ঘটনার পরপরই ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সব প্রবেশপথ বন্ধ করে দেয়, পরে সেগুলো আবার খুলেও দেওয়া হয়। 

এর আগে, গত ১ মার্চ ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকায় পৃথক দুই ঘটনায় ওই তিনজন মারা যান। তারও আগে, ফেব্রুয়ারির ১৩ তারিখে ১৭ বছর বয়েসি এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। 

উল্লেখ্য, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত