অনলাইন ডেস্ক
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হয়েছেন। তিনি হাজি তালিব নামেও পরিচিত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে তিনি নিহত হন। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হাজি তালিব ১৯৬৯ সালে লেবাননের আ’দশিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন। হিজবুল্লাহ এক ঘোষণায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জাওয়ায় গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী একটি আবাসিক দালানে আঘাত হানলে হাজি তালিব মারা যান।
হিজবুল্লাহ হাজি তালিব এবং আরও তিন সদস্যের মৃত্যুর বিষয়ে শোক প্রকাশ করেছে পৃথক পৃথক বিবৃতিতে। জানা গেছে, ইসরায়েলি হামলায় এই চারজন নিহত হওয়া ছাড়াও আরও অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত বাকি তিন সদস্য হলেন—মোহাম্মদ হোসেইন সাবরা বাকের, আলি সালিম সফওয়ান এবং হোসেইন ক্বাসেম হুমাইয়িদ।
এর আগে, গত সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত চারজন নিহত হয়। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করে। তাঁরা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো ও রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান।
এদিকে, গত সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে চার ইসরায়েলি সেনার মৃত্যু হয়। তাদের নিয়ে গাজায় ২৯৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহত চার সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হয়েছেন। তিনি হাজি তালিব নামেও পরিচিত। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে তিনি নিহত হন। লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হাজি তালিব ১৯৬৯ সালে লেবাননের আ’দশিত অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন। হিজবুল্লাহ এক ঘোষণায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের জাওয়ায় গতকাল মঙ্গলবার ইসরায়েলি বাহিনী একটি আবাসিক দালানে আঘাত হানলে হাজি তালিব মারা যান।
হিজবুল্লাহ হাজি তালিব এবং আরও তিন সদস্যের মৃত্যুর বিষয়ে শোক প্রকাশ করেছে পৃথক পৃথক বিবৃতিতে। জানা গেছে, ইসরায়েলি হামলায় এই চারজন নিহত হওয়া ছাড়াও আরও অন্তত বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত বাকি তিন সদস্য হলেন—মোহাম্মদ হোসেইন সাবরা বাকের, আলি সালিম সফওয়ান এবং হোসেইন ক্বাসেম হুমাইয়িদ।
এর আগে, গত সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত চারজন নিহত হয়। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করে। তাঁরা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো ও রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান।
এদিকে, গত সোমবার ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে চার ইসরায়েলি সেনার মৃত্যু হয়। তাদের নিয়ে গাজায় ২৯৯ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। নিহত চার সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন।
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৫ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৮ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৯ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১১ ঘণ্টা আগে