Ajker Patrika

আইসিজের রায়কে ‘সুস্পষ্ট বিজয়’ বলল দক্ষিণ আফ্রিকা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ২২: ৫৮
আইসিজের রায়কে ‘সুস্পষ্ট বিজয়’ বলল দক্ষিণ আফ্রিকা

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বর্বর আক্রমণ ও গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার সেই মামলায় সাময়িক আদেশ হয়েছে। 

এই রায়কে আন্তর্জাতিক আইনের শাসনের ‘সুস্পষ্ট বিজয়’ বলে অভিহিত করেছে বাদী দক্ষিণ আফ্রিকা। 

দ্রুত এই সাময়িক রায় দেওয়ার জন্য আইসিজেকে ধন্যবাদ জানিয়ে দেশটির সরকার বলেছে, দক্ষিণ আফ্রিকা অস্থায়ী এই রায়কে স্বাগত জানায়। একই সঙ্গে দেশটি আন্তরিকভাবে আশা করে, ইসরায়েল আদালতের আদেশের ব্যত্যয় ঘটাবে না। 

দেশটি আরও বলেছে, এই রায় ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় এক মাইলফলক। দক্ষিণ আফ্রিকা গাজায় ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত