Ajker Patrika

বিপুল সোনা ও তামার খনি মিলল মদিনায়

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ২০: ৪৮
বিপুল সোনা ও তামার খনি মিলল মদিনায়

ইসলাম ধর্মের অন্যতম পবিত্র নগরী মদিনায় বিপুল পরিমাণ সোনা ও তামার মজুত রয়েছে। সম্প্রতি এমনই ঘোষণা দিয়েছে সৌদি আরবের সরকার। ভারতভিত্তিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের এক পোস্টে সৌদি আরবের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, মদিনা অঞ্চলের আবা আল–রাহা অঞ্চলে সোনার মজুত পাওয়া গেছে। এ ছাড়া, মদিনার আল–মাদিক এবং ওয়াদি আল–ফারা অঞ্চলে পাওয়া গেছে তামার খনি। সৌদি ভূতাত্ত্বিক জরিপ বিভাগ টুইটারে বলেছে, ‘এই আবিষ্কার এখানে বৈশ্বিক বিনিয়োগের একটি বিরাট সুযোগ উন্মুক্ত করে দিয়েছে।’

দুবাইভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই আবিষ্কার এই অঞ্চলে বিপুল বৈশ্বিক বিনিয়োগ আনবে এবং তা জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে। দেশটির কর্মকর্তাদের বিশ্বাস, নতুন এই খনিগুলো আবিষ্কার হওয়ার ফলে এই অঞ্চলে ৫৩৩ মিলিয়ন ডলার বিনিয়োগ আনবে এবং অন্তত ৪ হাজার নতুন কর্মসংস্থান তৈরি হবে। বিশ্লেষকেরা বলছেন, নতুন এসব খনির আবিষ্কার দেশটির অর্থনীতির জন্য একটি গুণগত পরিবর্তন হাজির করবে এবং এখানে বিপুল বিনিয়োগের পরিবেশ তৈরিতে অবদান রাখবে।

সৌদি জিওলিজিস্টস কো–অপারেটিভ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুলাজিজ বিন লাবন চলতি বছরের জানুয়ারিতে বলেছিলেন, সৌদি আরবে এখনো পর্যন্ত ৫ হাজার ৩০০ বা তারও বেশি সংখ্যক স্থানে খনিজ সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতব, অধাতব পদার্থ, নির্মাণকাজের জন্য প্রয়োজনীয় খনিজ এবং বিভিন্ন ধরনের মূল্যবান খনিজ পাথর।

সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন–২০৩০ এর আওতায় দেশটিতে ব্যাপকভাবে খনিজ দ্রব্যের সন্ধান চালানো হচ্ছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে জুনে মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছিলেন, এখন থেকে দেশটির জাতীয় প্রাধান্য থাকবে গবেষণা এবং উন্নয়ন খাতে। চলতি বছরের প্রথম দিকেই সৌদির শিল্প এবং খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল—তাঁরা খনিজ খাতে অন্তত ৩২ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার চেষ্টা করছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত