অনলাইন ডেস্ক
কর্মচারীর বিয়েতে যোগ দিতে সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন সালেহ আল সেনাইদি। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। কর্মীর সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ভ্রমণ করেছেন।
সৌদি নাগরিক সালেহ আল সেনাইদির বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে গত বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ।
সেনাইদি বলেন, এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি ওই কর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ঢাকার অদূরেই ওই কর্মীর বাসা। ‘আমি তাঁকে পাঁচ বছর ধরে চিনি। তাঁর সততা ও কাজের দক্ষতার কারণে আমি তাঁর ওপর আস্থা রাখি।’
সৌদি আরবের অনলাইন নিউজ পোর্টাল সাবককে সালেহ আল সেনাইদি বলেন, ‘কর্মীর সঙ্গে মালিকের দূরত্ব সংকুচিত করা এই ভ্রমণের উদ্দেশ্য। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। এর মাধ্যমে অন্যান্য দেশের মানুষের আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ওই কর্মী যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’
বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন জানিয়ে সালেহ বলেন, গ্রামের অনেক মানুষই ছুটে এসেছিলেন এবং লাঞ্চ, ডিনার ও চায়ের দাওয়াত দিয়েছিলেন।
সৌদির সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির কিছুটা মিল আছে মন্তব্য করে সালেহ আল সেনাইদি বলেন, পরিবার, আত্মীয়দের নিয়ে গাড়িতে চড়ে বর যান কনের বাড়িতে। কনের বাড়িতে হয় বিয়ের অনুষ্ঠান। বিষয়টির সঙ্গে তিনি সৌদির সংস্কৃতির মিল খুঁজে পেয়েছেন।
কর্মীদের সঙ্গে ভালো আচরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, তাঁরাও আপনাদের ভাই। সুতরাং তাঁদের ছোট করে দেখবেন না। তাঁরাও আপনাদের মতোই মানুষ। কিন্তু জীবনের কঠোর বাস্তবতায় তাঁরা নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাসজীবন বেছে নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুুন:
কর্মচারীর বিয়েতে যোগ দিতে সম্প্রতি সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছিলেন সালেহ আল সেনাইদি। তিনি বাংলাদেশে এসে আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন। কর্মীর সঙ্গে বন্ধন মজবুত করতে এবং বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে জানতে তিনি বাংলাদেশ ভ্রমণ করেছেন।
সৌদি নাগরিক সালেহ আল সেনাইদির বাংলাদেশ ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে গত বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে গালফ নিউজ।
সেনাইদি বলেন, এক বন্ধুকে সঙ্গে নিয়ে তিনি ওই কর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। ঢাকার অদূরেই ওই কর্মীর বাসা। ‘আমি তাঁকে পাঁচ বছর ধরে চিনি। তাঁর সততা ও কাজের দক্ষতার কারণে আমি তাঁর ওপর আস্থা রাখি।’
সৌদি আরবের অনলাইন নিউজ পোর্টাল সাবককে সালেহ আল সেনাইদি বলেন, ‘কর্মীর সঙ্গে মালিকের দূরত্ব সংকুচিত করা এই ভ্রমণের উদ্দেশ্য। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। এর মাধ্যমে অন্যান্য দেশের মানুষের আচার-অনুষ্ঠান ও ঐতিহ্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা হয়।’
তিনি আরও বলেন, ‘আমার ওই কর্মী যখন আমাকে বিয়েতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই।’
বাংলাদেশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন জানিয়ে সালেহ বলেন, গ্রামের অনেক মানুষই ছুটে এসেছিলেন এবং লাঞ্চ, ডিনার ও চায়ের দাওয়াত দিয়েছিলেন।
সৌদির সঙ্গে বাংলাদেশের সংস্কৃতির কিছুটা মিল আছে মন্তব্য করে সালেহ আল সেনাইদি বলেন, পরিবার, আত্মীয়দের নিয়ে গাড়িতে চড়ে বর যান কনের বাড়িতে। কনের বাড়িতে হয় বিয়ের অনুষ্ঠান। বিষয়টির সঙ্গে তিনি সৌদির সংস্কৃতির মিল খুঁজে পেয়েছেন।
কর্মীদের সঙ্গে ভালো আচরণের পরামর্শ দিয়ে তিনি বলেন, তাঁরাও আপনাদের ভাই। সুতরাং তাঁদের ছোট করে দেখবেন না। তাঁরাও আপনাদের মতোই মানুষ। কিন্তু জীবনের কঠোর বাস্তবতায় তাঁরা নিজ দেশ ও পরিবার ছেড়ে প্রবাসজীবন বেছে নিতে বাধ্য হয়েছেন।
আরও পড়ুুন:
২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
২৯ মিনিট আগেএকটি সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য ইউক্রেনে ইতিমধ্যেই সৈন্য মোতায়েনের ইচ্ছা প্রকাশ করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। এবার বৃহত্তর শান্তিরক্ষী মিশনের অংশ হিসেবে প্রয়োজন হলে ইউক্রেনে সৈন্য মোতায়েন করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কও।
৪৩ মিনিট আগেইউরোপের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করা ও সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য পাঁচ ধাপে বাস্তবায়নযোগ্য একটি পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়ন গত মঙ্গলবার ৮৬০ কোটি তথা ৮৬ হাজার কোটি ডলারের বেশি অর্থের এই প্যাকেজের পরিকল্পনার কথা ঘোষণা করেন।
৩ ঘণ্টা আগেসামরিক মহড়ার সময় ভুলবশত লোকালয়ে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। কোনো প্রাণহানি না ঘটলেও, এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর পোচিয়নে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে