Ajker Patrika

ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলেছে বি–২ বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সাবমেরিন থেকে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ জুন ২০২৫, ১৫: ০৯
ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলেছে বি–২ বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সাবমেরিন থেকে

ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় হামলা করার সময় বি-২ বোমারু বিমান ও সাবমেরিন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছেন মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের উপস্থাপক শন হ্যানিটি। তাঁর দাবি, ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র সহযোগে হামলা করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল শনিবার রাতে শন হ্যানিটি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার বিস্তারিত তথ্য দিয়েছেন।

হ্যানিটির দাবি অনুযায়ী, ইরানের ফোরদো পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্র ছয়টি ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহার করেছে, যার প্রতিটির ওজন ১৫ টন। এই বোমাগুলো ফেলা হয় আমেরিকার বি-২ স্টিলথ বোমারু বিমান থেকে।

ফোরদো স্থাপনায় দুটি প্রবেশপথ ও একটি ভেন্টিলেশন শ্যাফট ছিল। ধারণা করা হচ্ছে, সেখান দিয়েই ‘ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর’ (এমওপি) নামের বোমাগুলো ভেতরে প্রবেশ করানো হয়।

এ ছাড়া, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ৩০টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ধারণা করা হচ্ছে, এই ক্ষেপণাস্ত্রগুলো ওহাইও ক্লাস সাবমেরিন থেকে ছোড়া হয়েছে, তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত