অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে লোহিত সাগরে হামলার বিষয়টি পুনর্বিবেচনা করবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গতকাল মঙ্গলবার শর্তসাপেক্ষে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার দিকে ইঙ্গিত দেয় গোষ্ঠীটি।
যুদ্ধবিরতি চুক্তি হলে হামলা বন্ধ করা হবে কি না জানতে চাইলে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাজার অবরোধ তুলে নিলে এবং অবাধে মানবিক ত্রাণ প্রবেশ করতে পারলে পরিস্থিতির পুনর্মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হলে ফিলিস্তিনি জনগণের জন্য ভালো হয় এমন কোনো অভিযান বন্ধ হবে না।’
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন একটি বাল্ক ক্যারিয়ার গতকাল মঙ্গলবার ইয়েমেনের হোদেইদাহ থেকে ৬৩ নটিক্যাল মাইল উত্তর–পশ্চিমে অবস্থান করার সময় এর তিন নটিক্যাল মাইল দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই ঘটনার বিষয়ে এক সতর্কবার্তায় জানিয়েছে, ক্রু এবং জাহাজটি নিরাপদে আছে বলে জানা গেছে। জাহাজটি পরবর্তী বন্দরের দিকে অগ্রসর হয়েছে।
আমব্রে জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সময় প্রায় ২ নটিক্যাল মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন পানামার পতাকাবাহী একটি ট্যাংকার অবস্থান করছিল।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ইয়েমেনের প্রাচীনতম বন্দর নগরী হোদেইদাহ এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে বলে হুতিদের আল–মাসিরা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং বাব আল–মান্দাব প্রণালিতে বারবার হুতি হামলার কারণে পণ্যবাহী জাহাজ চলাচলে ঝুঁকি বেড়েছে। এ হামলাগুলোকে গাজা যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ বলে উল্লেখ করছে হুতিরা।
মঙ্গলবার শীর্ষস্থানীয় বৈশ্বিক পণ্য পরিবহন প্রতিষ্ঠান মায়ের্স্কের গ্রাহকদের বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত লোহিত সাগরে বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলেছে। এ সময় প্রতিষ্ঠানটি গ্রাহকদের পণ্য পরিবহন চেইন পরিকল্পনায় ট্রানজিটের সময় আরও দীর্ঘ করার পরামর্শ দেয়।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা জাহাজ কর্মকর্তা এবং বিমা সংস্থাগুলোকে আনুষ্ঠানিক নোটিশ দিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোর সমুদ্রযাত্রা নিষিদ্ধ বলে ঘোষণা করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গত ১৫ ফেব্রুয়ারি আইএমও (আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা) সদস্য দেশগুলোকে দেওয়া এক চিঠিতে ‘হুতি বিদ্রোহীদের বিপদ সম্পর্কে সতর্ক করেছে’। চিঠিতে তারা বলে, গোষ্ঠীটি ‘এলোমেলোভাবে সমুদ্রে মাইন স্থাপন অব্যাহত রেখেছে’ এবং এর পাশাপাশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলে লোহিত সাগরে হামলার বিষয়টি পুনর্বিবেচনা করবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গতকাল মঙ্গলবার শর্তসাপেক্ষে আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করার দিকে ইঙ্গিত দেয় গোষ্ঠীটি।
যুদ্ধবিরতি চুক্তি হলে হামলা বন্ধ করা হবে কি না জানতে চাইলে হুতি মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গাজার অবরোধ তুলে নিলে এবং অবাধে মানবিক ত্রাণ প্রবেশ করতে পারলে পরিস্থিতির পুনর্মূল্যায়ন করা হবে।
তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হলে ফিলিস্তিনি জনগণের জন্য ভালো হয় এমন কোনো অভিযান বন্ধ হবে না।’
ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে জানায়, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন একটি বাল্ক ক্যারিয়ার গতকাল মঙ্গলবার ইয়েমেনের হোদেইদাহ থেকে ৬৩ নটিক্যাল মাইল উত্তর–পশ্চিমে অবস্থান করার সময় এর তিন নটিক্যাল মাইল দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই ঘটনার বিষয়ে এক সতর্কবার্তায় জানিয়েছে, ক্রু এবং জাহাজটি নিরাপদে আছে বলে জানা গেছে। জাহাজটি পরবর্তী বন্দরের দিকে অগ্রসর হয়েছে।
আমব্রে জানায়, ক্ষেপণাস্ত্র হামলার সময় প্রায় ২ নটিক্যাল মাইল দূরে সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন পানামার পতাকাবাহী একটি ট্যাংকার অবস্থান করছিল।
মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ইয়েমেনের প্রাচীনতম বন্দর নগরী হোদেইদাহ এলাকায় দুটি বিমান হামলা চালিয়েছে বলে হুতিদের আল–মাসিরা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং বাব আল–মান্দাব প্রণালিতে বারবার হুতি হামলার কারণে পণ্যবাহী জাহাজ চলাচলে ঝুঁকি বেড়েছে। এ হামলাগুলোকে গাজা যুদ্ধে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ বলে উল্লেখ করছে হুতিরা।
মঙ্গলবার শীর্ষস্থানীয় বৈশ্বিক পণ্য পরিবহন প্রতিষ্ঠান মায়ের্স্কের গ্রাহকদের বছরের দ্বিতীয়ার্ধ পর্যন্ত লোহিত সাগরে বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে বলেছে। এ সময় প্রতিষ্ঠানটি গ্রাহকদের পণ্য পরিবহন চেইন পরিকল্পনায় ট্রানজিটের সময় আরও দীর্ঘ করার পরামর্শ দেয়।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল অঞ্চল নিয়ন্ত্রণকারী হুতিরা জাহাজ কর্মকর্তা এবং বিমা সংস্থাগুলোকে আনুষ্ঠানিক নোটিশ দিয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোর সমুদ্রযাত্রা নিষিদ্ধ বলে ঘোষণা করেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গত ১৫ ফেব্রুয়ারি আইএমও (আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা) সদস্য দেশগুলোকে দেওয়া এক চিঠিতে ‘হুতি বিদ্রোহীদের বিপদ সম্পর্কে সতর্ক করেছে’। চিঠিতে তারা বলে, গোষ্ঠীটি ‘এলোমেলোভাবে সমুদ্রে মাইন স্থাপন অব্যাহত রেখেছে’ এবং এর পাশাপাশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রও ব্যবহার করছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে