Ajker Patrika

দুবাইয়ে ৪৮ কোটি টাকার লটারি জিতলেন শামসু

আজকের পত্রিকা ডেস্ক
দুবাইয়ে ৪৮ কোটি টাকার লটারি জিতলেন শামসু

‘এই জয়ে আমি খুবই আনন্দিত। আমার দুই বন্ধু আমার সঙ্গে ইতিমধ্যে উদ্‌যাপন শুরু করেছেন।’ এই কথাগুলো বলছিলেন লটারি জেতা শামসু মিয়া। আসলে কত বড় লটারি তিনি জিতেছেন, সেটা জানলে অনেকের চক্ষু চড়কগাছ হবে। শামসু মিয়া জিতেছেন বাংলাদেশি ৪৮ কোটি ৭৮ লাখ টাকা। বাংলাদেশি এই প্রবাসী লটারি জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ১৮ বছর ধরে থাকেন শামসু মিয়া। জিতেছেন দেড় কোটি দিরহাম। গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ‘বিগ টিকিট আবুধাবি’ নামে ওই লটারির জয়ীদের নাম ঘোষণা করা হয়।

বাংলাদেশি ওই প্রবাসী শামসু মিয়া আমিরাতের আল-আইন শহরের বাসিন্দা। তাঁর কেনা লটারির টিকিটের নম্বর ২০১৯১৮। এই টিকিট পুরস্কার জেতার পর অনুষ্ঠান থেকে শামসু মিয়াকে ফোন দেন উপস্থাপকেরা। খুশির এ খবর শুনে উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। তিনি বলেন, ‘এই পুরস্কার আমি আমার বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করে নেব। প্রথমে আমি আমার ভিসা রিনিউ করে নেব। এরপর ভেবে দেখব, লটারির অর্থ দিয়ে কী করব।’

শামসু ছাড়াও আরও ১০ জন এই লটারিতে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন। বাকিদের মধ্যে একজন রাশিয়ার নাগরিক। এ ছাড়া সবাই ভারতের নাগরিক।

এর আগে গত মাসে বিগ টিকিট আবুধাবি লটারিতে প্রথম পুরস্কার জিতেছিলেন তুষার দেশকার নামের এক ব্যক্তি। এ মাসের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আজকের বিজয়ীকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাঁকে। তাঁর হাতেই ওঠে শামসু মিয়ার টিকিটের নম্বরটি।

এদিকে এরই মধ্যে আগামী মাসের জন্য লটারির টিকিট বিক্রি শুরু করেছে বিগ টিকিট আবুধাবি। এবারের প্রথম পুরস্কার ২ কোটি দিরহাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত