অনলাইন ডেস্ক
দক্ষিণ গাজার রাফাহে চলমান তীব্র লড়াই শেষ দিকে পৌঁছেছে। তবে এর মানে এই নয় যে, গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শেষ হচ্ছে। এসব কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে গাজার ক্ষমতা থেকে সরানো পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলি সামরিক বাহিনী শিগগিরই লেবাননের সীমান্তে সেনা মোতায়েন করবে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময় ক্রমেই বাড়ছে।
হামাসের পরিবর্তে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের গাজার প্রশাসনে আসার ধারণাকেও নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু।
ইসরায়েলি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আপনাকে দুটি কাজ করতে হবে—ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দ্বারা চলমান সামরিক নিরস্ত্রীকরণ এবং একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। আমি আশা করি যে, এই অঞ্চলের কিছু দেশের সমর্থন নিয়ে প্রক্রিয়াটি সঠিক উপায়ে এগিয়ে নেওয়া যাবে।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আমি কী কী করতে প্রস্তুত নই সে ব্যাপারে বলব। আমি সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত নই। আমি ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে গাজার ক্ষমতা হস্তান্তরেও প্রস্তুত নই।’
রাফাহ শহরের বাসিন্দারা বলেছেন যে, শহরটিতে আরও সংঘাতের ঘটনা ঘটছে। এদিকে, গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার পরিচালক নিহত হয়েছেন বলে জানা গেছে।
একটি ত্রাণ বিতরণ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়। আইডিএফ বলছে, ত্রাণ কেন্দ্রটি হামাস ব্যবহার করত।
গাজার যুদ্ধ এবং লেবানন সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফর শুরু করছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
দক্ষিণ গাজার রাফাহে চলমান তীব্র লড়াই শেষ দিকে পৌঁছেছে। তবে এর মানে এই নয় যে, গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শেষ হচ্ছে। এসব কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে গাজার ক্ষমতা থেকে সরানো পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলি সামরিক বাহিনী শিগগিরই লেবাননের সীমান্তে সেনা মোতায়েন করবে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময় ক্রমেই বাড়ছে।
হামাসের পরিবর্তে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের গাজার প্রশাসনে আসার ধারণাকেও নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু।
ইসরায়েলি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আপনাকে দুটি কাজ করতে হবে—ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দ্বারা চলমান সামরিক নিরস্ত্রীকরণ এবং একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। আমি আশা করি যে, এই অঞ্চলের কিছু দেশের সমর্থন নিয়ে প্রক্রিয়াটি সঠিক উপায়ে এগিয়ে নেওয়া যাবে।’
নেতানিয়াহু আরও বলেন, ‘আমি কী কী করতে প্রস্তুত নই সে ব্যাপারে বলব। আমি সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত নই। আমি ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে গাজার ক্ষমতা হস্তান্তরেও প্রস্তুত নই।’
রাফাহ শহরের বাসিন্দারা বলেছেন যে, শহরটিতে আরও সংঘাতের ঘটনা ঘটছে। এদিকে, গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার পরিচালক নিহত হয়েছেন বলে জানা গেছে।
একটি ত্রাণ বিতরণ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়। আইডিএফ বলছে, ত্রাণ কেন্দ্রটি হামাস ব্যবহার করত।
গাজার যুদ্ধ এবং লেবানন সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফর শুরু করছেন।
গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েই মিত্র ইলন মাস্ককে দেশটির সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন। ট্রাম্প ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মাস্কও তাঁর কাজ শুরু করে দেন। এবারে তিনি মার্কিন ট্রেজারি বিভাগ তথা অর্থ মন্ত্রণালয়ের অর্থ লে
১ ঘণ্টা আগেসার্বিয়ায় একটি রেলওয়ে স্টেশনের ছাদ ধসে ব্যাপক প্রাণহানির পর শুরু হওয়া ছাত্র আন্দোলন আরও বড় আকার ধারণ করেছে। সরকারের অদক্ষতা ও দুর্নীতির বিরুদ্ধে এ আন্দোলনে চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ। পরিস্থিতি স্বাভাবিক করতে দেশটির প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করলেও এই আন্দোলন দমেনি।
৪ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্ট্যানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি
৫ ঘণ্টা আগে