Ajker Patrika

রাফাহে তীব্র লড়াই শেষের দিকে, বললেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক
Thumbnail image

দক্ষিণ গাজার রাফাহে চলমান তীব্র লড়াই শেষ দিকে পৌঁছেছে। তবে এর মানে এই নয় যে, গাজায় ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শেষ হচ্ছে। এসব কথা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে গাজার ক্ষমতা থেকে সরানো পর্যন্ত যুদ্ধ শেষ হবে না বলে মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

নেতানিয়াহু বলেছেন যে, ইসরায়েলি সামরিক বাহিনী শিগগিরই লেবাননের সীমান্তে সেনা মোতায়েন করবে। সেখানে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর গুলি বিনিময় ক্রমেই বাড়ছে।

হামাসের পরিবর্তে পশ্চিম তীর ভিত্তিক ফিলিস্তিন কর্তৃপক্ষের গাজার প্রশাসনে আসার ধারণাকেও নাকচ করে দিয়েছেন নেতানিয়াহু।

ইসরায়েলি এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আপনাকে দুটি কাজ করতে হবে—ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দ্বারা চলমান সামরিক নিরস্ত্রীকরণ এবং একটি বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠা করা। আমি আশা করি যে, এই অঞ্চলের কিছু দেশের সমর্থন নিয়ে প্রক্রিয়াটি সঠিক উপায়ে এগিয়ে নেওয়া যাবে।’

নেতানিয়াহু আরও বলেন, ‘আমি কী কী করতে প্রস্তুত নই সে ব্যাপারে বলব। আমি সেখানে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রস্তুত নই। আমি ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে গাজার ক্ষমতা হস্তান্তরেও প্রস্তুত নই।’

রাফাহ শহরের বাসিন্দারা বলেছেন যে, শহরটিতে আরও সংঘাতের ঘটনা ঘটছে। এদিকে, গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি পরিষেবার পরিচালক নিহত হয়েছেন বলে জানা গেছে।

একটি ত্রাণ বিতরণ কেন্দ্রও ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়। আইডিএফ বলছে, ত্রাণ কেন্দ্রটি হামাস ব্যবহার করত।

গাজার যুদ্ধ এবং লেবানন সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ওয়াশিংটন সফর শুরু করছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ, যা এখনো চলছে। আইডিএফের গত আট মাসের অভিযানে গাজায় নিহত হয়েছে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি। এই নিহতদের শতকরা ৫৬ ভাগ নারী ও শিশু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত