ইরানে নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ–বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সহিংসতার আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। এরই মধ্যে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে করা বিক্ষোভে সহিংস আচরণের কারণে ইরানকে ‘আরও মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি বার্তা দেন। বাইডেন হুঁশিয়ারি দিলেও কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি। তবে বাইডেন তাঁর ভাষণে ইরানের কর্মকর্তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন।
বাইডেন ইরানি কর্মকর্তাদের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণকারী অপরাধীদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। আমরা ইরানি কর্মকর্তাদের দায়বদ্ধতার মধ্যে রাখতে চাপ অব্যাহত রাখব এবং ইরানিদের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করে যাব।’
তবে বাইডেনের হুঁশিয়ারিকে বেশ শক্তভাবেই আমলে নিয়েছে। বাইডেনের মন্তব্যের জবাবে স্থানীয় সময় আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র ভণ্ডামি করছে।’
এদিকে, ইরানে চলমান বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ শুরুর পর প্রথম প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুললেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এক দশকের মধ্যে এই বিক্ষোভ সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। খামেনি বলেন, এই ‘দাঙ্গা’ ইরানের চিরশত্রুরা এবং তাদের মিত্রদের ইন্ধনে হচ্ছে। বিক্ষোভে হিজাবের সঙ্গে পবিত্র কোরআনও পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতি ভবিষ্যৎ বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা।
উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে হাজার হাজার মানুষ।
ইরানে নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ–বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সহিংসতার আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। এরই মধ্যে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে করা বিক্ষোভে সহিংস আচরণের কারণে ইরানকে ‘আরও মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি বার্তা দেন। বাইডেন হুঁশিয়ারি দিলেও কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি। তবে বাইডেন তাঁর ভাষণে ইরানের কর্মকর্তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন।
বাইডেন ইরানি কর্মকর্তাদের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণকারী অপরাধীদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। আমরা ইরানি কর্মকর্তাদের দায়বদ্ধতার মধ্যে রাখতে চাপ অব্যাহত রাখব এবং ইরানিদের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করে যাব।’
তবে বাইডেনের হুঁশিয়ারিকে বেশ শক্তভাবেই আমলে নিয়েছে। বাইডেনের মন্তব্যের জবাবে স্থানীয় সময় আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র ভণ্ডামি করছে।’
এদিকে, ইরানে চলমান বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ শুরুর পর প্রথম প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুললেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এক দশকের মধ্যে এই বিক্ষোভ সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। খামেনি বলেন, এই ‘দাঙ্গা’ ইরানের চিরশত্রুরা এবং তাদের মিত্রদের ইন্ধনে হচ্ছে। বিক্ষোভে হিজাবের সঙ্গে পবিত্র কোরআনও পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতি ভবিষ্যৎ বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা।
উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে হাজার হাজার মানুষ।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৮ ঘণ্টা আগে