আজকের পত্রিকা ডেস্ক
আফগানিস্তানে তালেবানের কঠোর মাদকবিরোধী নীতির কারণে বিশ্বে আফিম সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থায় চার দশক পর প্রথমবারের মতো চিকিৎসা কাজে আফিমের বৈধ চাষ শুরু করার পরিকল্পনা করছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দা ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ হাশেমি জানান, দীর্ঘ মেয়াদে টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে আফিমের বৈধ চাষ অপরিহার্য। তবে তিনি সতর্ক করেন, যদি নিয়ন্ত্রিত আমদানি বা বৈধ চাষ নিশ্চিত করা না যায়, তবে মরফিন, কোডিন এবং পেথিডিনের মতো জরুরি ওষুধ পাওয়া কঠিন হয়ে পড়বে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ইরানের মরফিন ও অন্যান্য ওপিওয়েড উৎপাদকেরা এত দিন জব্দকৃত অবৈধ আফগান মাদকের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ২০২২ সালে তালেবান সরকার আফিম চাষে কড়াকড়ি আরোপ করার পর জব্দকৃত মাদকের পরিমাণ ব্যাপকভাবে কমে যায়। ২০২১ সালে যেখানে ৭৫০ টন মাদক জব্দ করা হয়েছিল, ২০২৪ সালে তা কমে মাত্র ২০০ টনে দাঁড়িয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানান, ইরানের স্বাস্থ্য খাতে বছরে প্রায় ৫০০ টন আফিম প্রয়োজন। যদিও চিকিৎসা সরঞ্জাম সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে না, তবুও ব্যাংকিং সীমাবদ্ধতার কারণে আমদানিতে জটিলতা দেখা দেয়। তাই দেশেই বৈধ চাষের ব্যবস্থা করাকে একমাত্র সমাধান মনে করছে ইরান। এ জন্য জাতিসংঘের আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডের অনুমোদন নেওয়া হবে।
ইরানের মাদক নিয়ন্ত্রণ সদর দপ্তরের সাবেক মহাপরিচালক সাঈদ সেফাতিয়ান বলেন, ইরানের জলবায়ু আফিম চাষের জন্য খুবই উপযোগী এবং আফিম গাছের জন্য পানির চাহিদা কম। তিনি মনে করেন, ইরান শুধু নিজেদের চাহিদা পূরণ করে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক বাজারেও আফিম সরবরাহ করতে পারবে।
আফগানিস্তানে চাষ নিষিদ্ধ হওয়ায় পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে অবৈধ আফিম উৎপাদন বেড়ে গেছে। সীমান্তবর্তী এলাকায় চাষ হওয়া এসব মাদক জঙ্গিগোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে আফিম চাষ নিষিদ্ধ হয়। এর আগে শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে আফিম চাষ বৈধ ছিল। অবশ্য চাষ নিষিদ্ধ হলেও ইরান দীর্ঘদিন ধরে মাদক পাচারের একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গত চার দশকের বেশি সময় ধরে আফগান আফিম ইরান হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়েছে।
ইরানে মাদকাসক্তি একটি ব্যাপক সামাজিক সমস্যা। ২০১৫ সালের এক সরকারি জরিপে প্রায় ৪৪ লাখ মানুষকে নিয়মিত বা বিনোদনমূলক মাদক ব্যবহারকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ২০১০ সালে জাতিসংঘ ইরানকে বিশ্বের সবচেয়ে বড় আফিম ব্যবহারকারী দেশ হিসেবে ঘোষণা করে।
ইরান সরকার মাদক পাচার ও ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮৫০ জনের অর্ধেকের বেশি মাদক-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী জব্দকৃত আফিমের ৯০ শতাংশই ইরান একাই আটক করে।
মাদকবিরোধী অভিযানে গত কয়েক দশকে প্রায় চার হাজার নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। শুধু ২০২৫ সালের প্রথম ৯ মাসে এক হাজার ৭০০টি মাদকচক্র ভেঙে দেওয়া হয়েছে। আফগানিস্তানে নিষেধাজ্ঞার আগে এক কেজি আফিমের দাম ছিল প্রায় ১০০ ডলার, যা ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বেড়ে ৭৩০ ডলারে পৌঁছেছে।
তবে নীতিনির্ধারকদের আশঙ্কা, আফিমের দাম বৃদ্ধি ও মুদ্রাসঙ্কটের কারণে মাদকাসক্তরা মেথামফেটামিনের মতো সস্তা কিন্তু বিপজ্জনক মাদকের দিকে ঝুঁকছে। সাঈদ সেফাতিয়ানের মতে, ইরানে এখন বৈশ্বিক প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে।
আফগানিস্তানে তালেবানের কঠোর মাদকবিরোধী নীতির কারণে বিশ্বে আফিম সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এই অবস্থায় চার দশক পর প্রথমবারের মতো চিকিৎসা কাজে আফিমের বৈধ চাষ শুরু করার পরিকল্পনা করছে ইরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দা ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরানের খাদ্য ও ওষুধ প্রশাসনের মুখপাত্র মোহাম্মদ হাশেমি জানান, দীর্ঘ মেয়াদে টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে আফিমের বৈধ চাষ অপরিহার্য। তবে তিনি সতর্ক করেন, যদি নিয়ন্ত্রিত আমদানি বা বৈধ চাষ নিশ্চিত করা না যায়, তবে মরফিন, কোডিন এবং পেথিডিনের মতো জরুরি ওষুধ পাওয়া কঠিন হয়ে পড়বে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করবে।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। ইরানের মরফিন ও অন্যান্য ওপিওয়েড উৎপাদকেরা এত দিন জব্দকৃত অবৈধ আফগান মাদকের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু ২০২২ সালে তালেবান সরকার আফিম চাষে কড়াকড়ি আরোপ করার পর জব্দকৃত মাদকের পরিমাণ ব্যাপকভাবে কমে যায়। ২০২১ সালে যেখানে ৭৫০ টন মাদক জব্দ করা হয়েছিল, ২০২৪ সালে তা কমে মাত্র ২০০ টনে দাঁড়িয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তারা জানান, ইরানের স্বাস্থ্য খাতে বছরে প্রায় ৫০০ টন আফিম প্রয়োজন। যদিও চিকিৎসা সরঞ্জাম সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে না, তবুও ব্যাংকিং সীমাবদ্ধতার কারণে আমদানিতে জটিলতা দেখা দেয়। তাই দেশেই বৈধ চাষের ব্যবস্থা করাকে একমাত্র সমাধান মনে করছে ইরান। এ জন্য জাতিসংঘের আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ বোর্ডের অনুমোদন নেওয়া হবে।
ইরানের মাদক নিয়ন্ত্রণ সদর দপ্তরের সাবেক মহাপরিচালক সাঈদ সেফাতিয়ান বলেন, ইরানের জলবায়ু আফিম চাষের জন্য খুবই উপযোগী এবং আফিম গাছের জন্য পানির চাহিদা কম। তিনি মনে করেন, ইরান শুধু নিজেদের চাহিদা পূরণ করে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক বাজারেও আফিম সরবরাহ করতে পারবে।
আফগানিস্তানে চাষ নিষিদ্ধ হওয়ায় পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে অবৈধ আফিম উৎপাদন বেড়ে গেছে। সীমান্তবর্তী এলাকায় চাষ হওয়া এসব মাদক জঙ্গিগোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।
১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর ইরানে আফিম চাষ নিষিদ্ধ হয়। এর আগে শাহ মোহাম্মদ রেজা পাহলভির আমলে আফিম চাষ বৈধ ছিল। অবশ্য চাষ নিষিদ্ধ হলেও ইরান দীর্ঘদিন ধরে মাদক পাচারের একটি রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। গত চার দশকের বেশি সময় ধরে আফগান আফিম ইরান হয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপে ছড়িয়ে পড়েছে।
ইরানে মাদকাসক্তি একটি ব্যাপক সামাজিক সমস্যা। ২০১৫ সালের এক সরকারি জরিপে প্রায় ৪৪ লাখ মানুষকে নিয়মিত বা বিনোদনমূলক মাদক ব্যবহারকারী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। ২০১০ সালে জাতিসংঘ ইরানকে বিশ্বের সবচেয়ে বড় আফিম ব্যবহারকারী দেশ হিসেবে ঘোষণা করে।
ইরান সরকার মাদক পাচার ও ব্যবহার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮৫০ জনের অর্ধেকের বেশি মাদক-সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিশ্বব্যাপী জব্দকৃত আফিমের ৯০ শতাংশই ইরান একাই আটক করে।
মাদকবিরোধী অভিযানে গত কয়েক দশকে প্রায় চার হাজার নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। শুধু ২০২৫ সালের প্রথম ৯ মাসে এক হাজার ৭০০টি মাদকচক্র ভেঙে দেওয়া হয়েছে। আফগানিস্তানে নিষেধাজ্ঞার আগে এক কেজি আফিমের দাম ছিল প্রায় ১০০ ডলার, যা ২০২৪ সালের মাঝামাঝি সময়ে বেড়ে ৭৩০ ডলারে পৌঁছেছে।
তবে নীতিনির্ধারকদের আশঙ্কা, আফিমের দাম বৃদ্ধি ও মুদ্রাসঙ্কটের কারণে মাদকাসক্তরা মেথামফেটামিনের মতো সস্তা কিন্তু বিপজ্জনক মাদকের দিকে ঝুঁকছে। সাঈদ সেফাতিয়ানের মতে, ইরানে এখন বৈশ্বিক প্রবণতার প্রতিফলন দেখা যাচ্ছে।
গত সপ্তাহে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিরল খনিজ রপ্তানির ওপর নতুন নির্দেশনা জারি করেছে। কিন্তু সেই নথি খোলা যাচ্ছে না মাইক্রোসফট ওয়ার্ড কিংবা অন্য কোনো মার্কিন সফটওয়্যারে। প্রথমবারের মতো মন্ত্রণালয় এমন ফাইল ফরম্যাটে নথি প্রকাশ করেছে, যা কেবলমাত্র চীনের নিজস্ব সফটওয়্যার ‘ডব্লিউপিএস অফিস’—এ খোলা যায়।
২ ঘণ্টা আগেবিহারের বর্তমান সরকার নিয়ে প্রশান্ত কিশোর বলেন, রাজ্যে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপির জোট এনডিএ নিশ্চিতভাবে পরাজিত হতে যাচ্ছে। তাঁর ভাষায়, ‘নিতীশ কুমারের নেতৃত্বে জেডি-ইউ (জনতা দল-ইউনাইটেড) ২৫টি আসনও পাবে না। এনডিএর এবার বিদায় নিশ্চিত, নিতীশ কুমার আর মুখ্যমন্ত্রী হচ্ছেন না।’
৪ ঘণ্টা আগেসুপরিচিত পররাষ্ট্র নীতি বিশেষজ্ঞ এবং প্রতিরক্ষা কৌশলবিদ অ্যাশলে জে. টেলিসকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। গোপনীয় জাতীয় প্রতিরক্ষা তথ্য বেআইনিভাবে নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নির কার্যালয় সংবাদমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছে।
৪ ঘণ্টা আগেগাজায় চলমান যুদ্ধবিরতি ও মানবিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হামাস রেডক্রসের হাতে আরও চারজন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে। ফলে মোট মৃত জিম্মির সংখ্যা দাঁড়াল ৮-এ। এদিকে গাজায় ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটের মধ্যে তুরস্ক ৯০০ টন মানবিক সাহায্যের একটি জাহাজ পাঠিয়েছে।
৪ ঘণ্টা আগে