আজকের পত্রিকা ডেস্ক
ইসরায়েলের তেল আবিবের কাছে আত্মহত্যা করেছেন ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা উৎসবে বেঁচে যাওয়া তরুণ রোই শালেভ। দুই বছর আগে ৩০ বছর বয়সী এই যুবকের সামনেই তাঁর প্রেমিকা মাপাল আদম এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিলি সলোমনকে হত্যা করেছিল হামাস যোদ্ধারা। সেদিনের ক্ষত বয়ে বেড়ানো শালেভ একটি চিঠি রেখে গেছেন। এতে লেখা রয়েছে, ‘এই যন্ত্রণা আর সহ্য করা সম্ভব নয়।’
সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, নোভা উৎসবে প্রায় ৩৭৮ জন তরুণ-তরুণী হামাস যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছিলেন। আর বেঁচে গিয়েছিলেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। তবে তাঁদের মানসিক আঘাত আজও অমোচনীয়। শালেভ সেদিন গুলিবিদ্ধ অবস্থায় একটি গাড়ির নিচে লুকিয়েছিলেন। তাঁর পাশেই নিহত হন তাঁর প্রেমিকা ও বন্ধু।
সম্প্রতি সাইপ্রাসে আয়োজন করা হয়েছিল নোভা উৎসবে বেঁচে যাওয়া তরুণ-তরুণীদের একটি পুনর্বাসন ক্যাম্প। সেখানেই শালেভের পরিচয় হয় আলেক্সান্দ্রা কোরোবকার সঙ্গে। আলেক্সান্দ্রার প্রেমিক খ্যাতিমান ডিজে মাতান কিডো এলমালেমও সেদিন তাঁর সামনেই নিহত হন।
শালেভের মৃত্যুর পর আলেক্সান্দ্রা দ্য টাইমসকে বলেছেন, ‘আমি বুঝতে পারি, কেন সে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই এই যন্ত্রণার সঙ্গে একা লড়ছি। আমাদের জীবনে সময় থেমে গেছে, অথচ পৃথিবী এগিয়ে চলেছে।’
এই ট্র্যাজেডি শালেভের পরিবারেও ছড়িয়ে পড়ে। তাঁর বোন মায়ানও সেদিন বেঁচে ফিরেছিল। কিন্তু ছেলে-মেয়ে বেঁচে ফিরলেও তাঁদের মা সেই ঘটনার দুই সপ্তাহ পর আত্মহত্যা করেন। আলেক্সান্দ্রা বলেন, ‘শালেভের চোখ ছিল পৃথিবীর সবচেয়ে দুঃখী চোখ। সে ছিল অসীম হৃদয়ের একজন মানুষ।’
জানা গেছে, শালেভ নতুন আরেকটি সম্পর্কে ছিলেন এবং আত্মহত্যার কোনো ইঙ্গিত দেননি। তাঁর একদিন আগে আরেক নিহত তরুণ স্লাভা গিলারের মা আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে, নোভা উৎসব-সংক্রান্ত আত্মহত্যার সংখ্যা এখন ডজন ছাড়িয়ে গেছে।
এই বিষয়ে মনোবিজ্ঞানী হাদাস জিভি-সেলা বলেন, ‘নোভা উৎসবের বেঁচে থাকা তরুণদের মানসিক ক্ষত দৃশ্যমান নয়, কিন্তু গভীর। আত্মহত্যা কোনো দুর্বলতা নয়—এটি অসহনীয় যন্ত্রণার অবসান চাওয়ার আকুতি।’
ইসরায়েলের তেল আবিবের কাছে আত্মহত্যা করেছেন ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা উৎসবে বেঁচে যাওয়া তরুণ রোই শালেভ। দুই বছর আগে ৩০ বছর বয়সী এই যুবকের সামনেই তাঁর প্রেমিকা মাপাল আদম এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিলি সলোমনকে হত্যা করেছিল হামাস যোদ্ধারা। সেদিনের ক্ষত বয়ে বেড়ানো শালেভ একটি চিঠি রেখে গেছেন। এতে লেখা রয়েছে, ‘এই যন্ত্রণা আর সহ্য করা সম্ভব নয়।’
সোমবার (১৩ অক্টোবর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, নোভা উৎসবে প্রায় ৩৭৮ জন তরুণ-তরুণী হামাস যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছিলেন। আর বেঁচে গিয়েছিলেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। তবে তাঁদের মানসিক আঘাত আজও অমোচনীয়। শালেভ সেদিন গুলিবিদ্ধ অবস্থায় একটি গাড়ির নিচে লুকিয়েছিলেন। তাঁর পাশেই নিহত হন তাঁর প্রেমিকা ও বন্ধু।
সম্প্রতি সাইপ্রাসে আয়োজন করা হয়েছিল নোভা উৎসবে বেঁচে যাওয়া তরুণ-তরুণীদের একটি পুনর্বাসন ক্যাম্প। সেখানেই শালেভের পরিচয় হয় আলেক্সান্দ্রা কোরোবকার সঙ্গে। আলেক্সান্দ্রার প্রেমিক খ্যাতিমান ডিজে মাতান কিডো এলমালেমও সেদিন তাঁর সামনেই নিহত হন।
শালেভের মৃত্যুর পর আলেক্সান্দ্রা দ্য টাইমসকে বলেছেন, ‘আমি বুঝতে পারি, কেন সে এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা সবাই এই যন্ত্রণার সঙ্গে একা লড়ছি। আমাদের জীবনে সময় থেমে গেছে, অথচ পৃথিবী এগিয়ে চলেছে।’
এই ট্র্যাজেডি শালেভের পরিবারেও ছড়িয়ে পড়ে। তাঁর বোন মায়ানও সেদিন বেঁচে ফিরেছিল। কিন্তু ছেলে-মেয়ে বেঁচে ফিরলেও তাঁদের মা সেই ঘটনার দুই সপ্তাহ পর আত্মহত্যা করেন। আলেক্সান্দ্রা বলেন, ‘শালেভের চোখ ছিল পৃথিবীর সবচেয়ে দুঃখী চোখ। সে ছিল অসীম হৃদয়ের একজন মানুষ।’
জানা গেছে, শালেভ নতুন আরেকটি সম্পর্কে ছিলেন এবং আত্মহত্যার কোনো ইঙ্গিত দেননি। তাঁর একদিন আগে আরেক নিহত তরুণ স্লাভা গিলারের মা আত্মহত্যা করেছেন। ধারণা করা হচ্ছে, নোভা উৎসব-সংক্রান্ত আত্মহত্যার সংখ্যা এখন ডজন ছাড়িয়ে গেছে।
এই বিষয়ে মনোবিজ্ঞানী হাদাস জিভি-সেলা বলেন, ‘নোভা উৎসবের বেঁচে থাকা তরুণদের মানসিক ক্ষত দৃশ্যমান নয়, কিন্তু গভীর। আত্মহত্যা কোনো দুর্বলতা নয়—এটি অসহনীয় যন্ত্রণার অবসান চাওয়ার আকুতি।’
মাদাগাস্কারের সামরিক বাহিনী দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করেছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় রেডিওতে ঘোষণা দিয়েছেন সেনা কর্নেল মাইকেল র্যান্ড্রিয়ানিরিনা। জেন-জি আন্দোলনের জের ধরে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রজুয়েলিনা দেশ ত্যাগ করার পর এই ঘোষণা এসেছে।
১ ঘণ্টা আগেগাজা ও মিসরের মধ্যে অবস্থিত রাফাহ সীমান্ত ক্রসিং দিয়েই মূলত গাজায় মানবিক সহায়তা পাঠানো হয়। কিন্তু এই ক্রসিং এখনো খুলে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তারা। এর ফলে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবাহ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
১ ঘণ্টা আগেমিসরে অনুষ্ঠিত গাজা সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে দেখে ‘বিউটিফুল’ বা ‘সুন্দরী’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) অনুষ্ঠিত ওই সম্মেলনের মঞ্চে একমাত্র নারী নেতা হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি।
৩ ঘণ্টা আগেভারতের পুনে শহরে পুলিশি তৎপরতায় উদ্ধার হলেন দুই বাংলাদেশি তরুণী। উদ্ধারের আগে এদের মধ্যে একজন সরাসরি পুলিশ কন্ট্রোল রুমে ফোন করে জানিয়েছিলেন, শহরের কাত্রজ এলাকায় তাঁকে জোর করে আটকে রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগে