Ajker Patrika

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত’ বলছে রাশিয়া ও স্পেন

আপডেট : ২২ জুন ২০২৫, ১৮: ০৩
ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত’ বলছে রাশিয়া ও স্পেন

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও স্পেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলার যে দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যে যুক্তিই তুলে ধরা হোক না কেন, তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ঘোরতর লঙ্ঘন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা এই আগ্রাসন বন্ধের আহ্বান জানাই এবং রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফেরার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে জোরালো প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করছি।’

এ প্রেক্ষাপটেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ঘোষণা করেছেন, তিনি আগামীকাল রাশিয়া যাচ্ছেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করবেন।

অন্যদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বুয়েনো রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আটিভিইকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে আমরা চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি।’

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আসবে না কোনো সামরিক সমাধানে; বরং কূটনীতিই একমাত্র পথ। আমরা আশা করি, সবাই আবারও আলোচনার টেবিলে ফিরবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ