Ajker Patrika

তরুণীর পেটে মিলল ৬ কেজি চুল

তরুণীর পেটে মিলল ৬ কেজি চুল

জর্ডানে এক তরুণীর পেট থেকে ছয় কেজির বেশি চুল অপসারণ করেছেন চিকিৎসকেরা । স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এ নিয়ে জর্ডানের আল বশির হাসপাতালের মহাপরিচালক ড. আলি আল আবদাল্লাত বলেন, ২০ বছর বয়সী তরুণীটি ট্রাইকোটিলোম্যানিয়া নামের মানসিক ব্যাধিতে ভুগছে।  এই রোগে মাথার চুল, ভ্রু বা আপনার শরীরের অন্যান্য জায়গা থেকে চুল ছিঁড়তে থাকে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কয়েক দিন আগে পেটে তীব্র ব্যথা নিয়ে জরুরি বিভাগে ভর্তি হন ওই তরুণী। সে কোনো কিছুই খেতে পারছিল না। এতে গত বছর তাঁর ওজন ছয় কেজি কমে যায়। 

ওই তরুণী জানিয়েছেন, গুরুতর মানসিক চাপের মধ্যে পড়েছিল এবং প্রচুর পরিমাণে চুল খেয়েছিলেন তিনি। এক্স-রে ছবিতে তাঁর পেটে চুলের একটি বড় স্তূপ, যা পাচনতন্ত্রকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত