Ajker Patrika

শঙ্কা বাড়ছে ইরানে, তেহরানের ঘনবসতিতে আঘাতের হুমকি ইসরায়েলের

আপডেট : ১৬ জুন ২০২৫, ২১: ১৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের একটি নির্দিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক করে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। উত্তরের তৃতীয় জেলা—যা রাজধানীর অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা—তাতে এই সতর্কতা জারি করা হয়েছে।

আল-জাজিরার সাংবাদিক ডোরসা জাব্বারির বরাতে জানা গেছে, তেহরানের এই অংশে কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ দপ্তর রয়েছে। এখানেই অবস্থিত ব্রিটিশ দূতাবাসের আবাসিক ভবন, জাতিসংঘের কার্যালয় ও আরও কয়েকটি পশ্চিমা দেশের দূতাবাস।

ইসরায়েলি সেনাবাহিনী এ পর্যন্ত কী লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিচ্ছে, তা স্পষ্টভাবে না জানালেও এ ধরনের সরাসরি ‘এভাকুয়েশন থ্রেট’ এই প্রথম বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই হুমকির কারণে ইরানজুড়ে আতঙ্ক আরও বেড়েছে।

স্থানীয় সূত্র বলছে, এমন একটি এলাকায় সম্ভাব্য হামলার কথা বলা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। কারণ, সেখানে বসবাস করেন বহু সাধারণ মানুষ, কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মীরা। ফলে ইসরায়েলি হুমকিকে শুধু সামরিক কৌশলের অংশ নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবিক দৃষ্টিকোণ থেকেও গুরুতর সংকেত হিসেবে দেখা হচ্ছে।

ইরান সরকার এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি, তবে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতিতে এই হুমকি এক নতুন মোড় এনেছে, যেখানে কেবল সামরিক অবকাঠামো নয়, বরং ঘনবসতিপূর্ণ নাগরিক এলাকাও সরাসরি হুমকির মধ্যে পড়ছে। এতে সংঘাত আরও জটিল ও অনিয়ন্ত্রিত হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের স্ত্রী

অগ্নিকাণ্ডের ক্ষতি পোষাতে শাহজালাল বিমানবন্দরে নিজেরাই গুদাম বানাচ্ছেন পোশাক রপ্তানিকারকেরা

জামায়াত আমিরের পাঁচ ঘণ্টার কর্মদিবস আদতে নারীর গায়েবি শিকল

ফেসবুকে জামায়াতের রাজনীতি নিয়ে মন্তব্য, তোপের মুখে ওসি

‘শিক্ষক’ পেশা দিয়ে নিজের পাসপোর্ট বানান পাসপোর্টের শাহিনুর, চাকরিচ্যুতির আগেই চান অব্যাহতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ