Ajker Patrika

ইরানের সঙ্গে সম্পর্কের অবনতির পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক মহড়া

আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৪: ১২
ইরানের সঙ্গে সম্পর্কের অবনতির পর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক মহড়া

ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে। ইসরায়েলে চলমান এই মহড়ায় আকাশে রিফুয়েলিং এবং দূরপাল্লার লক্ষ্যে আঘাত হানাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।  

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, বিভিন্ন পরিস্থিতিতে কী ধরনের ব্যবস্থা নিতে হবে তার মহড়া হবে। দূরপাল্লায়  আঘাতের বিষয়টি খুবই গুরুত্ব পাবে।

যুক্তরাষ্ট্রের সেনার সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তরফ থেকে বলা হয়েছে, এই মহড়ার নাম দেওয়া হয়েছে, ‘জুনিপার ওক’। ইসরায়েলের প্রতিরক্ষায় আমেরিকা কতটা দায়বদ্ধ, তার প্রমাণ এই মহড়া।  

যুক্তরাষ্ট্রের দাবি, উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের মূল লক্ষ্য। এই অঞ্চলে আরব দেশগুলোর বিরুদ্ধে যাতে কোনো রকম আক্রমণ না হয়, সেটা ঠেকানোর লক্ষ্যেই এ মহড়া। 

ইসরায়েল বলেছে, এই অঞ্চলে বিভিন্ন হুমকি ও বিপদের মোকাবিলা করার জন্য এই সামরিক মহড়া হচ্ছে। আকাশপথের নিরাপত্তা ও সাইবার প্রতিরক্ষার ক্ষেত্রে সেরা হওয়ার লক্ষ্যও আছে।

দুই দেশের বিবৃতিতে ইরানের নাম না করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য যে তারাই, তা বিবৃতি থেকে স্পষ্ট।

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা কিছুতেই ইরানকে পরমাণু শক্তিধর দেশ হতে দেবে না। ইরান যদিও জানিয়েছে, তারা এ ধরনের কোনো চেষ্টা করছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত