Ajker Patrika

গাজায় ইসরায়েলি পতাকা উড়াল আইডিএফ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০০: ২৩
গাজায় ইসরায়েলি পতাকা উড়াল আইডিএফ

ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের পতাকা উড়িয়ে দিয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনী ২০০৫ সালে গাজা ছেড়ে দেওয়ার পর এই প্রথম কোনো ইসরায়েলি পতাকা গাজার আকাশে উড়ল। জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের যেসব সেনা গাজা উপত্যকায় প্রবেশ করেছে তাঁরা গতকাল শনিবার গাজার একটি বাড়িতে প্রথম ইহুদি রাষ্ট্রের পতাকা লাগায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সসহ বিভিন্ন প্লাটফর্মে ওই ভিডিওটি ছড়িয়ে পড়েছে। 

ভিডিওটিতে দেখা গেছে, হামাসের ভয়াবহ হামলার তিন সপ্তাহ পরেই আইডিএফের ৫২ ব্যাটিলিয়নের ৪০১ নম্বর ব্রিগেড ইসরায়েলের পতাকা গাজার কেন্দ্রে আকাশে উড়াল। আমরা ভুলে যাব না.....বিজয় ছিনিয়ে নেওয়ার আগে আমরা থামব না।’ 

এদিকে এক্সে ইসরায়েলের অফিশিয়াল আইডি থেকে গাজার আকাশে ইসরায়েলের উড়ন্ত পতাকার ছবি সংযুক্ত করে একটি পোস্ট দেওয়া হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, ‘এই পোস্টটি সব ইসরায়েল সমর্থকদের জন্য উৎসর্গ করা হলো। তোমাদের একতাবদ্ধতা ও শক্তির জন্য ধন্যবাদ। আমাদের সাহস জোগানোর জন্য ধন্যবাদ।’ 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র হানায়া নাফতালি এক এক্স পোস্টে লিখেছেন, ‘গাজায় ইসরায়েলি সেনারা ইসরায়েলের পতাকা উড়িয়েছে। যেভাবে বিশ্ব আইএসআইএসকে পরাজিত করেছে, ঠিক সেইভাবে আমরা হামাসকে ধ্বংস করছি। মৌলবাদী ইসলাম মানবতার জন্য হুমকি, তাই ইসরায়েল বিশ্বে শান্তির জন্য কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

রিটার্ন না দিলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

ফজলুর রহমান ও হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: বিএনপিকে সারজিস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত