ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস রাজ্যের একটি মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ট্রাককে ধাক্কা দিলে ৩৮ জন নিহত হয়েছেন। মিনাস জেরাইস ফায়ার ডিপার্টমেন্টের বরাতে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ঘটনাস্থল থেকে আহত ১৩ জনকে তেওফিলো ওতোনি শহরের কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার ডিপার্টমেন্ট জানায়, চলন্ত অবস্থায় টায়ার বিস্ফোরিত হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দেয়। একটি গ্রানাইট ব্লকও বাসে আঘাত করেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৫ জন যাত্রী নিয়ে সাও পাওলো থেকে বাহিয়া রাজ্যে যাচ্ছিল বাসটি। শনিবার দুপুরের মধ্যে ঘটনাস্থল থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ সময় অন্য একটি গাড়ি ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। গাড়িটির তিনজন যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা এক্সে লেখেন, ‘বড়দিনের ঠিক আগে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। হতাহতদের সর্বোচ্চ সহায়তা করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিকভাবে দাঁড়ানোর জন্য আমরা কাজ করছি।’
শনিবার এক বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, মিনাস জেরাইস রাজ্যের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হবে। মিনাস জেরাইসের তেওফিলো ওতোনি শহরের দুর্ঘটনায় নিহত ৩০ জনেরও বেশি মানুষের পরিবারের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং তাদের জন্য প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।
জাতিসংঘের এক প্রতিবেদনে জানা যায়, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।
অন্যদিকে, ব্রাজিলের পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে চলতি বছর সড়ক দুর্ঘটনায় ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।
দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশ মালদ্বীপের সরকার দেশটিতে ইসরায়েলি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এই বিষয়ে একটি আইনও পাশ করেছে মালদ্বীপ সরকার। আজ মঙ্গলবার ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে ‘দৃঢ় সংহতি’ জানিয়ে এই নিষেধাজ্ঞা জারি করে মালদ্বীপ সরকার। সৌদি আরবের সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৭ মিনিট আগেদক্ষিণ ভারতের কেরালার রাজধানী থিরুভানান্থাপুরামের ব্যস্ততম বিমানবন্দর থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সোমবার হঠাৎ করেই সেখানে উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার কারণে নয়, হিন্দু মন্দিরের এক শোভাযাত্রার কারণে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই
৩৪ মিনিট আগেসম্প্রতি নিকট প্রতিবেশী দেশ ভিয়েতনাম সফর করেছেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। তাঁর এই সফরের উদ্দেশ্য নিয়ে নোংরা ভাষায় আক্রমণ শানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, যুক্তরাষ্ট্রকে বিপদে ফেলার জন্যই সি ভিয়েতনাম সফর করেছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা
১ ঘণ্টা আগেরাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, এখন আমাদের গায়ে কেউ টোকা দেওয়ার সাহস পাবে না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন দেশটিতে রাশিয়ার পারমাণবিক অস্ত্র মজুত থাকার বিষয়টি। তিনি বলেছেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র বেলারুশের জন্য ‘অ্যাবসলিউট সিকিউরিটি’ বা ‘পরম নিরাপত্তা’
২ ঘণ্টা আগে