Ajker Patrika

দিল্লিতে বিবাহবার্ষিকীর দিনে কন্যাসহ খুন হলেন দম্পতি

নিহত রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) ও ২৩ বছর বয়সী কন্যা কবিতা। ছবি: সংগৃহীত
নিহত রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) ও ২৩ বছর বয়সী কন্যা কবিতা। ছবি: সংগৃহীত

দক্ষিণ দিল্লিতে নেব সারাই এলাকায় বাসা থেকে বাবা, মা ও কন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারালো অস্ত্র ব্যবহার করে তাঁদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাজেশ (৫৩), তাঁর স্ত্রী কোমল (৪৭) ও তাঁদের ২৩ বছর বয়সী কন্যা কবিতা।

নিহত দম্পতির ছেলে প্রতিদিনের মতো সকাল ৫টার দিকে হাঁটতে বের হন। ফিরে এসে বাবা–মা ও বোনের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। ছেলে আরও জানান, আজ তাঁর বাবা-মায়ের বিবাহবার্ষিকী ছিল। তিনি সকালে বাবা-মাকে শুভেচ্ছা জানিয়ে বাসা থেকে বের হয়েছিলেন।

সংবাদ সংস্থা এএনআইকে এক প্রতিবেশী জানান, আওয়াজ শুনে ওই বাড়িতে ছুটে যান তাঁরা। নিহত দম্পতির ছেলে জানান যে, তিনি সকালে হাঁটতে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বাবা-মা ও বোনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মরদেহের চারপাশে রক্ত ছড়িয়ে আছে।

পুলিশ জানায়, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করে হত্যা করা হয়েছে। তবে চুরি-ডাকাতির উদ্দেশ্যে করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডটি সব দিক দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। এখনই কিছু বলা সম্ভব নয়। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত তারও খোঁজ চলছে। নিহতের ছেলে ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে নেব সরাই থানার পুলিশ। এ ছাড়া, রাস্তায় ও বাইরে লাগানো সিসিটিভি ক্যামেরাও খতিয়ে দেখছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে সহিংসতায় নিহত ৪ জনের ময়নাতদন্ত হলো না, প্রশ্ন এড়িয়ে গেলেন ডিআইজি

ওরে তোমরা কেন মাইরা ফেলাইলা, ও তো কোনো দল করত না— নিহত সোহেলের মায়ের বিলাপ

সন্তানের নাম মুহাম্মদ রাখা কি আদবের খেলাপ

আঞ্চলিক স্বার্থে আবার জাগছে ভারত-চীন-রাশিয়ার আরআইসি জোট

তানোরে বিএনপির ‘ব্যাকআপে’ চলছে আ.লীগ নেতা সুজনের রাজত্ব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত