Ajker Patrika

এবার শিবসেনা নেতা সঞ্জয়ের বাড়িতে হানা দিল ইডি

এবার শিবসেনা নেতা সঞ্জয়ের বাড়িতে হানা দিল ইডি

ভারতের মুম্বাইয়ের বন্দুপে অবস্থিত শিবসেনা নেতা সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি চালিয়েছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আজ রোববার এ তল্লাশির সময় তাঁকে অর্থ পাচারের মামলায় ইডির প্রশ্নেরও মুখোমুখি হতে হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

এর আগে সংস্থাটির পক্ষ থেকে সঞ্জয়কে দুইবার তলব করা হলেও তিনি তাতে সাড়া দেননি। দিল্লিতে চলমান পার্লামেন্ট অধিবেশনে ব্যস্ত থাকায় আগামী ৭ আগস্ট পর্যন্ত সময় চেয়েছিলেন তিনি।

সংস্থাটি তাঁর বিরুদ্ধে ‘পাত্র চাউল স্ক্যান’ মানি লন্ডারিং মামলার তদন্ত করছে, যার মধ্যে ১ হাজার ৩৪ কোটি রুপির জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। মুম্বাইয়ে পাত্র চাউল বিল্ডিং এর পুনউন্নয়নে এবং তাঁর স্ত্রী এবং ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে সম্পর্কিত লেনদেনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে শিবিরের এ নেতা কোনো অন্যায় কাজ করেননি জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। টুইটে তিনি বলেন, ‘আমি মরে গেলেও শিবসেনা ছাড়ব না কিংবা আত্মসমর্পণ করব না।’

এদিকে বিজেপি জানিয়েছে, সঞ্জয় নির্দোষ হলে ইডিকে ভয় পাওয়া উচিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত