Ajker Patrika

ঘড়িটির দাম দেড় কোটি, পাঁচ কোটি না : টুইটে পান্ডিয়া

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
ঘড়িটির দাম দেড় কোটি, পাঁচ কোটি না : টুইটে পান্ডিয়া

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ শেষে সংযুক্ত আরব আমিরাতের আমিরশাহি থেকে দেশে ফেরার সময় ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার পাঁচ কোটি রুপি মূল্যের দুটি ঘড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে হিন্দুস্তান টাইমসসহ বেশ কিছু ভারতীয় সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন হার্দিক পান্ডিয়া। আজ মঙ্গলবার এক টুইট বার্তায় এই ক্রিকেটার বলেছেন, পাঁচ কোটি টাকার ঘড়ি বাজেয়াপ্তের খবর পুরোপুরি সঠিক নয়। 

হার্দিক পান্ডিয়া বলেন, ‘আমি নিজেই মুম্বাই বিমানবন্দরের শুল্ক বিভাগে গিয়ে দুবাই থেকে কিনে আনা ঘড়ির শুল্ক কর দিতে চাই। আমি তাদের জানাই, সব নিয়ম মেনেই ঘড়ি কেনা হয়েছে। আমার কাছে যা কাগজ চাওয়া হয়েছে সব জমা দিয়েছি। তার পরেও আমার একটি ঘড়ির মূল্য নির্ধারণের জন্য সেটি রেখে দেন তাঁরা। ঘড়িটির দাম দেড় কোটি, পাঁচ কোটি নয়। আমার কাছ থেকে দুটি ঘড়ি বাজেয়াপ্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা ভুয়া।’ 

হার্দিক পান্ডিয়া আরও বলেন, ‘আমি দেশের আইন মেনে চলা একজন নাগরিক এবং সব সরকারি সংস্থার প্রতি আমার শ্রদ্ধা আছে। মুম্বাই বিমানবন্দরের শুল্ক বিভাগ থেকে আমি সব সহযোগিতা পেয়েছি এবং আমিও তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি।’ 

উল্লেখ্য, এমনিতেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা না পেয়ে চাপে রয়েছেন হার্দিক পান্ডিয়া। এর মধ্যেই ঘড়ি বাজেয়াপ্তের ঘটনা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো এই ক্রিকেটারকে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত