ভারতের মহারাষ্ট্রে ৩০ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে তাঁর দুই শিশুসন্তানকে হত্যা করে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, চার মাস বয়সী এক শিশুকন্যা ও দুই বছর বয়সী এক ছেলের বিরামহীন কান্না সহ্য করতে না পেরে ওই মা এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে পিটিআই বলেছে, মহারাষ্ট্রের নান্দেদ জেলার ভোকার তালুকের পান্ডুরনা গ্রামের একটি মাঠে ওই মা তাঁর দুই সন্তানের দেহ পুড়িয়ে ফেলেছেন। প্রথমে ৩১ মে একজনকে হত্যা করেন এবং পরদিন ১ জুন আরেকজনকে হত্যা করেন তিনি।
অভিযুক্ত ওই মায়ের নাম ধুরপাদাবাই গণপত নিমলওয়াদ। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের ভোকার থানার পুলিশ। একই সঙ্গে ধুরপাদাবাইয়ের ভাই ও মাকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ তাঁরা মৃত শিশুদের দেহ পুড়িয়ে নিশ্চিহ্ন করার কাজে সহযোগিতা করেছিলেন।
পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গত ৩১ মে চার মাস বয়সী মেয়ে অনসূয়ার অবিরাম কান্না সহ্য করতে না পেরে মা ধুরপাদাবাই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরদিন তিনি তাঁর দুই বছর বয়সী ছেলে দত্তকে খাবারের জন্য কান্নাকাটি করায় একইভাবে হত্যা করেছেন।’
তারপর ধুরপাদাবাই বুধবার তাঁর মা কোন্ডাবাই রাজেমোদ এবং ভাই মাধব রাজেমোদের সাহায্যে গ্রামের একটি মাঠের চিতায় শিশু দুটির মৃতদেহ পুড়িয়ে দেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
ভারতের মহারাষ্ট্রে ৩০ বছর বয়সী এক নারীর বিরুদ্ধে তাঁর দুই শিশুসন্তানকে হত্যা করে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, চার মাস বয়সী এক শিশুকন্যা ও দুই বছর বয়সী এক ছেলের বিরামহীন কান্না সহ্য করতে না পেরে ওই মা এই নৃশংস ঘটনা ঘটিয়েছেন। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশের বরাত দিয়ে পিটিআই বলেছে, মহারাষ্ট্রের নান্দেদ জেলার ভোকার তালুকের পান্ডুরনা গ্রামের একটি মাঠে ওই মা তাঁর দুই সন্তানের দেহ পুড়িয়ে ফেলেছেন। প্রথমে ৩১ মে একজনকে হত্যা করেন এবং পরদিন ১ জুন আরেকজনকে হত্যা করেন তিনি।
অভিযুক্ত ওই মায়ের নাম ধুরপাদাবাই গণপত নিমলওয়াদ। গতকাল বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে মহারাষ্ট্রের ভোকার থানার পুলিশ। একই সঙ্গে ধুরপাদাবাইয়ের ভাই ও মাকেও গ্রেপ্তার করা হয়েছে। কারণ তাঁরা মৃত শিশুদের দেহ পুড়িয়ে নিশ্চিহ্ন করার কাজে সহযোগিতা করেছিলেন।
পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘গত ৩১ মে চার মাস বয়সী মেয়ে অনসূয়ার অবিরাম কান্না সহ্য করতে না পেরে মা ধুরপাদাবাই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরদিন তিনি তাঁর দুই বছর বয়সী ছেলে দত্তকে খাবারের জন্য কান্নাকাটি করায় একইভাবে হত্যা করেছেন।’
তারপর ধুরপাদাবাই বুধবার তাঁর মা কোন্ডাবাই রাজেমোদ এবং ভাই মাধব রাজেমোদের সাহায্যে গ্রামের একটি মাঠের চিতায় শিশু দুটির মৃতদেহ পুড়িয়ে দেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৬ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৭ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৮ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৮ ঘণ্টা আগে