কলকাতা প্রতিনিধি
কলকাতা ও হাওড়ায় পৌর নির্বাচন হবে আগামী ১৯ ডিসেম্বর। ভোট গণনা করা হবে ২২ ডিসেম্বর। রাজ্য সরকারের প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌর সংস্থার নির্বাচিত সদস্যদের মেয়াদ বহু আগেই শেষ। কিন্তু করোনার কারণে এত দিন ধরে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্য সরকার পৌর নির্বাচন করতে রাজি হয়েছে। তবে প্রথম রাজ্যের সবচেয়ে বড় দুটি পৌর সংস্থা কলকাতা ও হাওড়া করপোরেশনের নির্বাচন হবে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দাবি, গোটা রাজ্যে সবকটি পৌর সংস্থার একসঙ্গে নির্বাচন করতে হবে। এরই মধ্যে পৌর নির্বাচন নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও।
সিপিএমও দাবি করেছে, শুধু দুটি পৌর সংস্থাতে নয়, গোটা রাজ্যেই একসঙ্গে সব কটি পৌরসভার ভোট করতে হবে। শুধুমাত্র কলকাতা ও হাওড়ার পৌর নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে বামেরা মনে করেন।
কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দাবি, রাজ্য সরকারের মর্জিমতো নির্বাচন হলেও সেখানে মানুষের ভোটদানের অধিকার আদৌ থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন।
তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা দাবি, বিরোধীরা হেরে ভূত হওয়ার ভয়ে এখন মায়াকান্না কাঁদছে। হাওড়া ও কলকাতার পর বাকি পৌর সংস্থারও ভোট হবে।
কলকাতা ও হাওড়ায় পৌর নির্বাচন হবে আগামী ১৯ ডিসেম্বর। ভোট গণনা করা হবে ২২ ডিসেম্বর। রাজ্য সরকারের প্রস্তাব মেনে নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগামী শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করবে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন পৌর সংস্থার নির্বাচিত সদস্যদের মেয়াদ বহু আগেই শেষ। কিন্তু করোনার কারণে এত দিন ধরে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্য সরকার পৌর নির্বাচন করতে রাজি হয়েছে। তবে প্রথম রাজ্যের সবচেয়ে বড় দুটি পৌর সংস্থা কলকাতা ও হাওড়া করপোরেশনের নির্বাচন হবে।
রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের দাবি, গোটা রাজ্যে সবকটি পৌর সংস্থার একসঙ্গে নির্বাচন করতে হবে। এরই মধ্যে পৌর নির্বাচন নিয়ে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও।
সিপিএমও দাবি করেছে, শুধু দুটি পৌর সংস্থাতে নয়, গোটা রাজ্যেই একসঙ্গে সব কটি পৌরসভার ভোট করতে হবে। শুধুমাত্র কলকাতা ও হাওড়ার পৌর নির্বাচন রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে বামেরা মনে করেন।
কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর দাবি, রাজ্য সরকারের মর্জিমতো নির্বাচন হলেও সেখানে মানুষের ভোটদানের অধিকার আদৌ থাকবে কিনা সেটাই বড় প্রশ্ন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি তোলেন।
তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা দাবি, বিরোধীরা হেরে ভূত হওয়ার ভয়ে এখন মায়াকান্না কাঁদছে। হাওড়া ও কলকাতার পর বাকি পৌর সংস্থারও ভোট হবে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১২ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৬ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৯ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
২০ ঘণ্টা আগে