Ajker Patrika

ভারতের রাজনীতিতে বাড়ছে ধর্মীয় প্রভাব

কলকাতা প্রতিনিধি
ভারতের রাজনীতিতে বাড়ছে ধর্মীয় প্রভাব

ভারতের রাজনীতিতে বাড়ছে ধর্মীয় প্রভাব। দেশটির রাজনীতিতে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগানোর পাশাপাশি বাড়ছে বিভাজনের রাজনীতি। হিজাব, হালাল বিতর্ক কাটিয়ে উঠতে না উঠতেই এবার রাজধানী দিল্লিতে হিন্দুদের উৎসব রাম নবরাত্রি উপলক্ষে নির্দেশ দেওয়া হয়েছে মাংসের দোকান বন্ধ রাখতে। অপরদিকে, পাল্টা দাবি উঠেছে রমজান মাসে দিনের বেলায় খাবার হোটেল বন্ধ রাখার। মহারাষ্ট্রের মসজিদগুলোতে নামাজের সময় মাইক ব্যবহার বন্ধ রাখার দাবিতেও শুরু হয়েছে আন্দোলন। মধ্যপ্রদেশে কংগ্রেসও জনসমর্থন আদায়ে নরম হিন্দুত্ববাদের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ। এমনকি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশটিতে রাম নবমী পালন করছে কংগ্রেস।

পূর্ব দিল্লির মেয়র শ্যামসুন্দর আগরওয়াল ও দক্ষিণ দিল্লির মুকেশ সূর্যের দাবি, নবরাত্রির সময় দিল্লির ৯০ শতাংশ মানুষই নিরামিষ খান। তাই ১৪ এপ্রিল পর্যন্ত নবরাত্রির নয় দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। তাঁদের এই নির্দেশকে সমর্থন জানিয়েছে বিজেপি। দলের সাংসদ পরভেশ সাহিব সিং ভার্মার মতে, শুধু দিল্লিতে নয়, গোটা দেশেই চৈত্র মাসে নবরাত্রির নয় দিন মাংস বিক্রি বন্ধ রাখা হোক।

এদিকে এই দাবির পাল্টা দাবি হিসেবে ন্যাশনাল কনফারেন্স নেতা, জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দাবি, রোজার সময় প্রকাশ্যে খাওয়া-দাওয়া বন্ধ করা হোক। বিশেষ করে মুসলিম প্রধান এলাকায় প্রকাশ্যে খাওয়াদাওয়ার ওপর নির্দেশিকা জারি করা জরুরি। 

তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র মাংস বিতর্ক প্রসঙ্গে বলেন, ‘নিজের পছন্দ মতো খাওয়া বা পরা ভারতবাসীর সাংবিধানিক অধিকার। বিজেপি সেই অধিকার খর্ব করছে।’ 

এদিকে, মহারাষ্ট্র নির্মাণ পার্টির নেতা রাজ ঠাকরের দাবি, মসজিদ থেকে মাইকে আজান বন্ধ করতে হবে। নইলে মহারাষ্ট্র জুড়ে তাঁরা হিন্দু মন্দির থেকে পাল্টা হনুমান চালিশা পাঠ করবেন। তাঁর এই দাবির কড়া সমালোচনা করেছে কংগ্রেসসহ অন্যান্য দল। 

উল্লেখ্য, কর্ণাটকে হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারির পর এখন হালাল মাংস হিন্দুদের খেতে নিষেধ করছেন সেখানকার হিন্দুত্ববাদীরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ধর্মীয় বিভাজনকে আরও স্পষ্ট করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে রাজনৈতিক দলগুলি। নিজেদের অসাম্প্রদায়িক দল বলে দাবি করলেও হিন্দুপ্রধান এলাকায় কংগ্রেসকেও নরম হিন্দুত্ববাদের লাইন নিতে দেখা যাচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত