Ajker Patrika

ভারতে একদিনে শনাক্ত বাড়ল ৪৫ শতাংশ, মৃত্যু ২১ 

ভারতে একদিনে শনাক্ত বাড়ল ৪৫ শতাংশ, মৃত্যু ২১ 

ভারতে ফের বাড়ছে করোনা রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৪৬ জনে। মাত্র এক দিনের ব্যবধানে রোগী শনাক্তের হার বেড়েছে ৪৫ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, করোনায় আক্রান্ত হয়ে রোববারে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২৫ হাজার ২০ জনে। ভারতে এখন দৈনিক শনাক্তের হার ৩ দশমিক ৩৯ শতাংশ। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনা থেকে এ পর্যন্ত সেরে উঠেছেন ৪ কোটি ২৭ লাখ ৮৭ হাজার ৬০৬০ জন। এ রোগে মৃত্যুহার ১ দশমিক ২১ শতাংশ। ভারতে এ পর্যন্ত ১৯৭ কোটি ১১ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

এদিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৫ হাজার ২০৮ জন রোগী। এ রোগ থেকে সেরে ওঠার হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী ২ লাখ ৪৯ হাজার ৬৪৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত