অনলাইন ডেস্ক
টানা এক দশক দাপটের সঙ্গে একদলীয় শাসন চর্চা করে গেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর পেছনে মূল চালিকাশক্তি ছিল কট্টর হিন্দুত্ববাদ আর তথাকথিত মোদি ম্যাজিক। কিন্তু অষ্টাদশ লোকসভায় বিজেপি দাপট আর থাকছে না। একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে নরেন্দ্র মোদির দল। দীর্ঘদিন পর ভোটের ময়দানে প্রভাব দেখাচ্ছে পুরোনো দল কংগ্রেস।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ভোট গণনার ঘোষিত ফলাফল এবং প্রবণতা সেই ইঙ্গিতই দিচ্ছে।
ফলাফল ও প্রবণতা বলছে, তৃতীয়বারের মতো ভারত শাসনের ভার নরেন্দ্র মোদির হাতেই থাকছে। তবে ২০১৪ এবং ২০১৯–এর মতো এ বার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না বিজেপির। ভোটের প্রচারে নরেন্দ্র মোদি বারবার ‘আবকি বার, ৪০০ পার’ স্লোগান তুলেছেন। কিন্তু আশা পূরণ হবে না। আড়াই শ পার করাই কঠিন হয়ে যাবে! ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩ টি।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯২টি আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেসের ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৩ টি আসনে।
স্পষ্টত জোট সরকারই গঠন করতে যাচ্ছে বিজেপি। তার মানে সরকার গঠনের জন্য এবার মোদিকে এনডিএর দুই শরিক—চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং নিতীশ কুমারের জেডিইউ–এর ওপর নির্ভর করতে হবে। কিন্তু এখানেও ঝুঁকি রয়েছে। অতীতে এই দুই নেতার একাধিকবার এনডিএ জোট ত্যাগের ইতিহাস রয়েছে।
যাই হোক সব ঠিকঠাক থাকলে নরেন্দ্র মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন। প্রথম প্রধানমন্ত্রী নেহরু টানা তিন দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। অবশ্য তাঁর মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাওয়ার রেকর্ড হয়তো মোদি ভাঙতে পারবেন না।
এই ভোটের আরেকটি বড় খবর হলো, এক দশকে প্রায় পর্যুদস্ত ন্যাশনাল কংগ্রেস ভালোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিত মিলছে। বহুদিন পর অন্তত লোকসভায় বিরোধী দলের আসন অলংকৃত করতে পারেন কংগ্রেস নেতা। এই পদ পেতে কংগ্রেসকে জিততে হবে ৫৫টি আসনে। এবার ৯০ থেকে ১০০টি আসনে জিততে পারে বলে অনুমান করা হচ্ছে। যেখানে ২০১৪ সালে লোকসভায় মাত্র ৪৪ এবং ২০১৯ সালে ৫২টি আসনে জিতেছিল কংগ্রেস।
এদিকে ‘ইন্ডিয়া’ জোট এরই মধ্যে ২০০ পার করেছে। ফলে লোকসভায় আর বিজেপির একক আধিপত্য থাকছে না। সরকার চালাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিজেপিকে।
বেশ কয়েক বছর ধরেই জোট গঠনের চেষ্টা করছিল বিরোধী দলগুলো। কিন্তু আসন বণ্টন ও দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণ তা বারবার ভেস্তে যায়। মাত্র এক বছর আগে এক মঞ্চে উঠতে সক্ষম হন বিরোধী নেতারা। কংগ্রেস, তৃণমূল, বামসহ আঞ্চলিক দলগুলো মিলে মাত্র এক বছর আগে গঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। এই জোট ঘোষণার সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স) জোটের বিলোপ ঘটে।
২০২৩ সালের ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নিতীশ কুমারের ডাকে পাটনায় বিরোধী জোটের বৈঠকে ১৫টি দল ছিল। জুলাইয়ে বেঙ্গালুরুতে সেই তালিকা বেড়ে হয় ২৬। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে নিতীশ সদলবলে ফিরে যান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ–তে। বিহারে তাঁর দল ভালো করলেও ২০১৯ সালের তুলনায় আসন কমেছে বিজেপির।
‘ইন্ডিয়া’র শরিক দলগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ বা আংশিক আসন সমঝোতা হয়েছে এবারের ভোটে। পশ্চিমবঙ্গে তৃণমূল, কেরালায় বাম, পাঞ্জাবে আম আদমি পার্টি (আপ), জম্মু ও কাশ্মীরে পিডিপির মতো কিছু দল কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাও করেছে।
লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:
টানা এক দশক দাপটের সঙ্গে একদলীয় শাসন চর্চা করে গেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর পেছনে মূল চালিকাশক্তি ছিল কট্টর হিন্দুত্ববাদ আর তথাকথিত মোদি ম্যাজিক। কিন্তু অষ্টাদশ লোকসভায় বিজেপি দাপট আর থাকছে না। একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে নরেন্দ্র মোদির দল। দীর্ঘদিন পর ভোটের ময়দানে প্রভাব দেখাচ্ছে পুরোনো দল কংগ্রেস।
আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত ভোট গণনার ঘোষিত ফলাফল এবং প্রবণতা সেই ইঙ্গিতই দিচ্ছে।
ফলাফল ও প্রবণতা বলছে, তৃতীয়বারের মতো ভারত শাসনের ভার নরেন্দ্র মোদির হাতেই থাকছে। তবে ২০১৪ এবং ২০১৯–এর মতো এ বার লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা থাকছে না বিজেপির। ভোটের প্রচারে নরেন্দ্র মোদি বারবার ‘আবকি বার, ৪০০ পার’ স্লোগান তুলেছেন। কিন্তু আশা পূরণ হবে না। আড়াই শ পার করাই কঠিন হয়ে যাবে! ৫৪৫ আসনের (দু’টি মনোনীত আসন-সহ) লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭৩ টি।
এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯২টি আসনে এগিয়ে রয়েছে। আর কংগ্রেসের ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩৩ টি আসনে।
স্পষ্টত জোট সরকারই গঠন করতে যাচ্ছে বিজেপি। তার মানে সরকার গঠনের জন্য এবার মোদিকে এনডিএর দুই শরিক—চন্দ্রবাবু নায়ডুর তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং নিতীশ কুমারের জেডিইউ–এর ওপর নির্ভর করতে হবে। কিন্তু এখানেও ঝুঁকি রয়েছে। অতীতে এই দুই নেতার একাধিকবার এনডিএ জোট ত্যাগের ইতিহাস রয়েছে।
যাই হোক সব ঠিকঠাক থাকলে নরেন্দ্র মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন। প্রথম প্রধানমন্ত্রী নেহরু টানা তিন দফায় ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। অবশ্য তাঁর মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাওয়ার রেকর্ড হয়তো মোদি ভাঙতে পারবেন না।
এই ভোটের আরেকটি বড় খবর হলো, এক দশকে প্রায় পর্যুদস্ত ন্যাশনাল কংগ্রেস ভালোভাবেই জাতীয় রাজনীতিতে ফিরে আসার ইঙ্গিত মিলছে। বহুদিন পর অন্তত লোকসভায় বিরোধী দলের আসন অলংকৃত করতে পারেন কংগ্রেস নেতা। এই পদ পেতে কংগ্রেসকে জিততে হবে ৫৫টি আসনে। এবার ৯০ থেকে ১০০টি আসনে জিততে পারে বলে অনুমান করা হচ্ছে। যেখানে ২০১৪ সালে লোকসভায় মাত্র ৪৪ এবং ২০১৯ সালে ৫২টি আসনে জিতেছিল কংগ্রেস।
এদিকে ‘ইন্ডিয়া’ জোট এরই মধ্যে ২০০ পার করেছে। ফলে লোকসভায় আর বিজেপির একক আধিপত্য থাকছে না। সরকার চালাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিজেপিকে।
বেশ কয়েক বছর ধরেই জোট গঠনের চেষ্টা করছিল বিরোধী দলগুলো। কিন্তু আসন বণ্টন ও দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণ তা বারবার ভেস্তে যায়। মাত্র এক বছর আগে এক মঞ্চে উঠতে সক্ষম হন বিরোধী নেতারা। কংগ্রেস, তৃণমূল, বামসহ আঞ্চলিক দলগুলো মিলে মাত্র এক বছর আগে গঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া)। এই জোট ঘোষণার সঙ্গে সঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স) জোটের বিলোপ ঘটে।
২০২৩ সালের ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী জেডিইউ প্রধান নিতীশ কুমারের ডাকে পাটনায় বিরোধী জোটের বৈঠকে ১৫টি দল ছিল। জুলাইয়ে বেঙ্গালুরুতে সেই তালিকা বেড়ে হয় ২৬। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে নিতীশ সদলবলে ফিরে যান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ–তে। বিহারে তাঁর দল ভালো করলেও ২০১৯ সালের তুলনায় আসন কমেছে বিজেপির।
‘ইন্ডিয়া’র শরিক দলগুলোর মধ্যে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ বা আংশিক আসন সমঝোতা হয়েছে এবারের ভোটে। পশ্চিমবঙ্গে তৃণমূল, কেরালায় বাম, পাঞ্জাবে আম আদমি পার্টি (আপ), জম্মু ও কাশ্মীরে পিডিপির মতো কিছু দল কংগ্রেসের সঙ্গে বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাও করেছে।
লোকসভা নির্বাচন সম্পর্কিত আরও খবর পড়ুন:
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে