কলকাতা প্রতিনিধি
ভারতের উত্তর প্রদেশের সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সোমবার সকালে গুরগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি।
ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সমাজবাদী চিন্তাভাবনা থেকে আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করে এসেছেন। সব সময়ই তিনি ছিলেন বিজেপি বিরোধী শিবিরে। উত্তর প্রদেশে তিনি ‘নেতাজি’ নামে বেশ পরিচিত ছিলেন।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক জানাতে গিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মনে করিয়ে দেন, কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে মুলায়ম সিং যাদবের লড়াইয়ের কথা। মোদি তাঁর টুইটে বলেন, ‘জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন।’ উল্লেখ্য, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মুলায়ম সিং যাদব এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং কারাগারে বন্দী হন।
এদিকে, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী অবশ্য মোদিকে পাল্টা খোঁচা না দিয়ে মুলায়ম সিং যাদবের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁকে ‘সত্যিকারের যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন।
উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। উত্তর প্রদেশে তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
ভারতের উত্তর প্রদেশের সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সোমবার সকালে গুরগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি।
ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সমাজবাদী চিন্তাভাবনা থেকে আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করে এসেছেন। সব সময়ই তিনি ছিলেন বিজেপি বিরোধী শিবিরে। উত্তর প্রদেশে তিনি ‘নেতাজি’ নামে বেশ পরিচিত ছিলেন।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক জানাতে গিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মনে করিয়ে দেন, কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে মুলায়ম সিং যাদবের লড়াইয়ের কথা। মোদি তাঁর টুইটে বলেন, ‘জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন।’ উল্লেখ্য, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মুলায়ম সিং যাদব এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং কারাগারে বন্দী হন।
এদিকে, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী অবশ্য মোদিকে পাল্টা খোঁচা না দিয়ে মুলায়ম সিং যাদবের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁকে ‘সত্যিকারের যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন।
উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। উত্তর প্রদেশে তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে বোমা হামলায় খান ইউনিসে ঘরবাড়ি ও আশ্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে নারী ও শিশুসহ ৫৬ জন নিহত হয়েছে। অন্যদিকে জাবালিয়ায় প্রাণঘাতী হামলায় একটি স্বাস্থ্যকেন্দ্র ও নামাজের হলঘরে ১৩ জন নিহত হয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের গত কয়েক দিনের সংঘর্ষে তুরস্ক খোলাখুলিভাবে পাকিস্তানকে সমর্থন করেছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই ভারত সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
১১ ঘণ্টা আগে২০২৪ সালের ১৮ আগস্ট। ছুটি কাটানোর শেষ দিন ছিল এটি। বিলাসবহুল বেশিয়ান ইয়টে থাকা অতিথিরা বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। ব্রিটিশ এই প্রমোদতরিটির মালিক মাইক লিঞ্চ। একটি প্রতারণা মামলায় নির্দোষ প্রমাণিত হওয়ার খুশিতে তিনি বন্ধু ও পরিবারের সঙ্গে উদ্যাপনে ছিলেন।
১২ ঘণ্টা আগেপশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় সম্প্রতি অনুষ্ঠিত ‘তিস্তা প্রহার’ সামরিক মহড়াকে ঘিরে নতুন করে কূটনৈতিক আলোচনার জন্ম দিয়েছে ভারত। শিলিগুড়ি করিডরের কাছে হওয়া এই বৃহৎ মহড়ায় আধুনিক অস্ত্র ও যৌথ যুদ্ধ-কৌশল প্রদর্শনের মাধ্যমে ভারত প্রতিবেশী দেশগুলোকে বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১৪ ঘণ্টা আগে