Ajker Patrika

কেজরিওয়ালকে হত্যার চেষ্টা করেছে বিজেপি: এএপি

কেজরিওয়ালকে হত্যার চেষ্টা করেছে বিজেপি: এএপি

কেজরিওয়ালকে হত্যার চেষ্টা করেছে ভারতের কেন্দ্র ক্ষমতায় আসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। বুধবার এমনই অভিযোগ করেছেন দেশটির রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টির (এএপি) একাধিক কেন্দ্রীয় নেতা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া বিতর্কিত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কেজরিওয়ালের মন্তব্যের জের ধরে বিক্ষোভ চলাকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শাসক দলের নেতারা—কেজরিওয়ালের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, কেজরিওয়াল সিনেমায় দেখানো কাশ্মীরি হিন্দুদের ‘গণহত্যা’ নিয়ে উপহাস করেছেন। 

কেজরিওয়ালের বাসভবনের বাইরে সংঘটিত সংঘর্ষের পরপরই গণমাধ্যমকে সম্বোধন করে এএপি’র জ্যেষ্ঠ নেতা মনীশ সিসোদিয়া দাবি করেছেন, ‘বিজেপি কেজরিওয়ালকে হত্যা করতে চায় কারণ তাঁরা তাঁকে নির্বাচনে পরাজিত করতে পারেনি।’ 

সিসোদিয়া আরও বলেন, ‘রাজনীতি একটি অজুহাত এবং এটি একটি পরিষ্কার ফৌজদারি অপরাধ। আজ বিজেপির গুন্ডারা পুলিশের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছে। তাঁরা নির্বাচনে তাকে হারাতে পারবে না, তাই তাঁরা তাঁকে হত্যা করতে চায়।’ 

আম আদমি পার্টির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা দিল্লি পুলিশের বিরুদ্ধে বিজেপি নেতা ও কর্মীদের মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছানোর অনুমতি দিয়ে ভাঙচুর ও সহিংসতার সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন। 

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবি ও ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে—বিজেপির পতাকা ও প্ল্যাকার্ডধারী একটি বড় দল কাশ্মীরি পণ্ডিতদের ‘অপমান’ ও ‘নিন্দা’ করে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে রাখা ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তাঁদের অনেককে নিরাপত্তা ব্যারিকেড লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করতে দেখা যায়। 

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়া টুইটারে বলেছেন, ‘এসব “অসামাজিক’ লোকেরা কেজরিওয়ালের বাড়ির সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তা ব্যারিকেড ভেঙে দিয়েছে। তাঁরা প্রবেশ পথের বাধাও ভেঙে দিয়েছে। অপরাধীরা বিজেপির গুন্ডা যাদের দিল্লি পুলিশ সাহায্য করেছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত