Ajker Patrika

মোদির জন্মদিন পালনে ২১ দিনের কর্মসূচি বিজেপির

প্রতিনিধি, কলকাতা
মোদির জন্মদিন পালনে ২১ দিনের কর্মসূচি বিজেপির

১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। তাঁর ৭২ তম জন্মদিন ২১ দিন ধরে পালন করবে বিজেপি। ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত পালিত হবে মোদি-উৎসব। ১৭ সেপ্টেম্বর রেকর্ড পরিমাণ করোনা টিকার টার্গেট নিয়েছে দলটি। বিজেপি কর্মীদের প্রশিক্ষণেরও বন্দোবস্ত করা হয়েছে। মোদি মেলা মেলা থেকে শুরু করে তাঁকে নিয়ে দেশজুড়ে প্রচার চালানো হবে। তবে মোদির জন্মদিন নিয়ে বিজেপির আগ্রহ থাকলেও বিরোধীরা এর সমালোচনা করেছেন।

উল্লেখ্য, উত্তর প্রদেশসহ ভারতের পাঁচ রাজ্যের বিধানসভার ভোট সামনেই। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়াতে তাঁর জন্মদিনকেই হাতিয়ার করছে বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান, প্রধানমন্ত্রীর জন্মদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা টিকা দেওয়া হবে। তাই আট লাখ স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত ৬ লাখ ৮৮ হাজার জনের প্রশিক্ষণ হয়েছে। এ ছাড়া রক্তদান শিবির, গঙ্গা সাফাই অভিযান, মোদি মেলা, নমো প্রশ্নোত্তর প্রতিযোগিতা, স্বচ্ছতা অভিযান ইত্যাদিও থাকছে। এখন বিজেপির প্রচারের প্রধান মুখ মোদিই। তাই তাঁর জনপ্রিয়তা বাড়াতে ঢালাও জনসংযোগ কর্মসূচি নিচ্ছে ভারতের শাসক দল। 

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, পশ্চিমবঙ্গেও ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মনো অ্যাপের মাধ্যমে মোদির প্রদর্শনীও হবে। 

অন্যদিকে, মোদি-বিরোধীরা 'জুমলা দিবস' (মিথ্যা প্রতিশ্রুতি দিবস) পালনের সিদ্ধান্ত নিয়েছেন। মোদির জন্মদিনে যুব কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছে 'জাতীয় বেকার দিবস' পালনের কথা। সিপিএম পলিটব্যুরোর সদস্যা বৃন্দা কারাত প্রশ্ন তুলেছেন, সরকারি টাকা খরচ করে প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের যৌক্তিকতা নিয়ে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত