Ajker Patrika

ভারতে ২ সপ্তাহে পেট্রল-ডিজেলের দাম বাড়ল প্রায় ১০ রুপি

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১০: ৫০
ভারতে ২ সপ্তাহে পেট্রল-ডিজেলের দাম বাড়ল প্রায় ১০ রুপি

ভারতে গত দুই সপ্তাহে পেট্রল-ডিজেলের দাম বাড়ল প্রায় ১০ রুপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত দুই সপ্তাহে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে প্রায় ৯ দশমিক ২০ রুপি। 

দিল্লি রাজ্যের খুচরা জ্বালানি বিক্রেতাদের মূল্য বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যটিতে এখন থেকে প্রতি লিটার পেট্রল কিনতে খরচ হবে ১০৪ দশমিক ৬১ রুপি। এর আগে দিল্লিতে এই জ্বালানির দাম ছিল প্রতি লিটার ১০৩ দশমিক ৮১ রুপি। এ ছাড়া দিল্লিতে প্রতি লিটার ডিজেলের বর্তমান মূল্য ৯৫ দশমিক ৮৭ রুপি, যা আগে ছিল ৯৫ দশমিক ০৭ রুপি।

পুরো ভারতে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে। রাজ্যের চাপানো করের কারণে একেক রাজ্যে জ্বালানির দাম ভিন্ন। গত ১৪ দিনে ভারতে জ্বালানি তেলের দাম ১৩ বার বেড়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত