Ajker Patrika

বিধানসভা ভোটে সব রাজ্যেই পিছিয়ে কংগ্রেস, বিজেপির জয়জয়কার

আপডেট : ১০ মার্চ ২০২২, ১১: ৫৬
বিধানসভা ভোটে সব রাজ্যেই পিছিয়ে কংগ্রেস, বিজেপির জয়জয়কার

ভারতের পাঁচ রাজ্যে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। রাজ্যগুলো হলো উত্তর প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুর। এবার ফলাফলের পালা। আজ বৃহস্পতিবার ভোটের ফলাফল ঘোষণা করা হবে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ভোট গণনায় উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া ও মণিপুরে এগিয়ে রয়েছে বিজেপি। পাঞ্জাবে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। সবগুলো রাজ্যেই পিছিয়ে রয়েছে কংগ্রেস। 

উত্তর প্রদেশের ৪০৩টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, ২৬২টিতে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ১২০টিতে। পাঞ্জাবের ১১৭টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, ৮৫টিতে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫টিতে। উত্তরাখণ্ডের ৭০টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, ৪৫টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ২২টিতে। 

গোয়াতে ৪০টি আসনের মধ্যে ২০টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস এগিয়ে ১৩টিতে। মণিপুরে ৬০টি আসনের মধ্যে সবগুলো আসনের ফলাফলে দেখা গেছে, বিজেপি এগিয়ে ২৬টিতে, কংগ্রেস এগিয়ে ১৩ টিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত