Ajker Patrika

উপনির্বাচনে ৫ আসনেই পরাস্ত বিজেপি, উজ্জীবিত কংগ্রেস

কলকাতা প্রতিনিধি
উপনির্বাচনে ৫ আসনেই পরাস্ত বিজেপি, উজ্জীবিত কংগ্রেস

ভারতের চার রাজ্যের চারটি বিধানসভা ও একটি লোকসভার উপনির্বাচনে সব কটিতেই হারল বিজেপি। গত মঙ্গলবার এই কেন্দ্রগুলোতে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

আজ শনিবার ভোট গণনার শুরু থেকেই সবার নজর ছিল পশ্চিমবঙ্গের দুই নজরকাড়া কেন্দ্রের তারকা প্রার্থীদের দিকে। এর মধ্যে, পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী সাবেক বিজেপির মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা শত্রুঘ্নই প্রথম তৃণমূল প্রার্থী যিনি এ কেন্দ্র থেকে জিতলেন।

আগে বামেরা, পরে বিজেপি প্রার্থীরাই আসানসোল থেকে জিততেন। গতবার জিতেছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী বিজেপির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি দল ছেড়ে তৃণমূলে যাওয়ায় উপনির্বাচন হয় সেখানে। বাবুল আবার বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়লাভ করেছেন।

উপনির্বাচনে কংগ্রেস কিছুটা হলেও অক্সিজেন পেল বলেই পর্যবেক্ষক মহলের অনুমান। এরই মধ্যে এদিন ভারতের সফল ভোট কৌশলী প্রশান্ত কিশোর এদিন সকালে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী, সাবেক সভাপতি রাহুল গান্ধী ও বর্ষীয়ান নেতা কেসি বেনুগোপালের সঙ্গে বৈঠক করায় সাধারণ কংগ্রেস কর্মীরাও বেশ উজ্জীবিত।

অন্যদিকে, বিজেপি শাসিত কর্ণাটকে দুর্নীতিতে অভিযুক্ত এক মন্ত্রী ইস্তফার পর দলীয় পরিস্থিতি বিচার করতে দলের সভাপতি জেপি নাড্ডা বেঙ্গালুরুতে দুদিনের চিন্তন বৈঠক শুরু করেন এদিন। 

গত বছর মে মাসের পর থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব নির্বাচনেই তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। পিছিয়ে পড়ছে বিজেপি। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দ্বিতীয় স্থানও ধরে রাখতে পারল না বিজেপি। সেখানে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসেন সিপিএমের সায়রা শাহ হালিম। আসানসোলে অবশ্য বিজেপি দ্বিতীয়। 

তবে বিশাল ব্যবধানে শত্রুঘ্নের কাছে হার স্বীকার করতে হয়েছে ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। 

পশ্চিমবঙ্গের পাশের রাজ্যে বিহারেও পরাস্ত বিজেপি। সেখানকার একটিমাত্র আসনের উপনির্বাচনে জয়ী হয়েছে আরজেডি। কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে নামমাত্র আসনটি নিজেদের দলেই রাখতে পেরেছে শাসক দল। মহারাষ্ট্রেও জিতেছে কংগ্রেস। সব মিলিয়ে বিজেপির ঘর শূন্য। 

লোকসভার নামমাত্র আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল একটি বিধানসভা কেন্দ্রও নিজেদের দখলে রাখল। কংগ্রেস জয় পেল দুটিতে এবং আরজেডি একটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত