Ajker Patrika

পশ্চিমবঙ্গে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে, একই পরিবারের চারজনসহ নিহত ৬ 

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৬: ৪৫
পশ্চিমবঙ্গে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে, একই পরিবারের চারজনসহ নিহত ৬ 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট ৬ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পশ্চিম মেদিনীপুর জেলার এক জেষ্ঠ্য পুলিশ অফিসারের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নিকটবর্তী হাসপাতালে চিকিৎসাধীন আছেন গুরুতর আহত দুজন। তাঁরা হলেন—অপর্ণা ও অ্যাম্বুলেন্সের চালক। তাঁর নাম এখনো জানা যায়নি। 

জেলার পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, অ্যাম্বুলেন্সটি অপর্ণা বেগ নামের এক রোগীকে নিয়ে খিরপাইয়ের একটি হাসপাতাল থেকে মেদিনীপুর মেডিকেল কলেজে যাচ্ছিল। রোগীর পরিবারের সদস্য ও চালকসহ আটজনকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কেশপুর মহাসড়কে পৌছালে সিমেন্টের ব্যাগ বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান।

নিহতরা হলেন—অপর্ণার মা অনিমা মল্লিক, স্বামী শ্যামপদ বাগ, কাকা শ্যামল ভুনিয়া ও খালা চন্দনা ভুনিয়া। পুলিশ জানিয়েছে, অপর্ণা ও চালক উভয়ের অবস্থা এখনও গুরুতর। চিকিৎসকেরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। তিনি আরও জানান, চালক মদ্যপ অবস্থায় ছিল কি না এবং গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত